খুলনা নগরের দুই মোড়ের নাম পরিবর্তনের বিষয়ে যা বললেন মেয়র

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক
ফাইল ছবি

হঠাৎ করে খুলনা মহানগরের গুরুত্বপূর্ণ দুটি মোড়ের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। এর মধ্যে শিববাড়ী মোড়কে ‘বঙ্গবন্ধু চত্বর’ ও বর্তমান বঙ্গবন্ধু চত্বরের (ময়লাপোতার মোড়) নাম পরিবর্তন করে শহীদ শেখ আবু নাসের চত্বর করার প্রস্তাব করা হয়েছে। আগামীকাল রোববার সিটি করপোরেশনের ১৯তম সাধারণ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।

গুরুত্বপূর্ণ ওই দুই মোড়ের নাম পরিবর্তনের বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। এ বিষয়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘কীভাবে ওই বিষয় অ্যাজেন্ডার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, তা আমি জানি না। তবে আমি থাকতে কোনোভাবেই সিটি করপোরেশনের কোনো জায়গার নাম পরিবর্তন হবে না।’

সম্প্রতি সাধারণ সভার আলোচ্য সূচিবিষয়ক একটি নোটিশ ওয়ার্ড কাউন্সিলরদের কাছে পাঠানো হয়। তাতে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলামের স্বাক্ষর রয়েছে। ওই নোটিশে সাধারণ সভার আলোচ্য সূচির ৫ নম্বরে আছে নাম পরিবর্তনের বিষয়টি।

ওয়ার্ড কাউন্সিলররা বলছেন, নাম পরিবর্তনের বিষয়ে এর আগে কোনো সভায় আলোচনা হয়নি। হঠাৎ করে আলোচ্য সূচিতে তাঁরা নাম পরিবর্তনের বিষয়টি দেখছেন। কেন ও কী কারণে এমনটি করা হচ্ছে, তা তাঁরা জানেন না। সম্পূর্ণ মেয়রের ইচ্ছাতে এমনটি হচ্ছে বলে মনে করছেন তাঁরা। সামাজিক যোগাযোগমাধ্যমে নাম পরিবর্তনের সমালোচনার ব্যাপারটি তাঁরা দেখেছেন।

জানতে চাইলে খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ওই দুই মোড়ের নাম পরিবর্তনের বিষয়টি আগামী সাধারণ সভার অ্যাজেন্ডা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সাধারণ সভায় অনুমোদিত হলে নাম পরিবর্তনের জন্য তা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় থেকে অনুমোদনের পরই মোড়ের নতুন নামকরণ করা হবে।’

কিছুদিন পরই খুলনা সিটি করপোরেশন নির্বাচন। কিন্তু তা ছাড়িয়ে এখন মানুষের আলোচনার প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে খুলনা মহানগরের মধ্যে দুটি প্রধান মোড়ের নামকরণের বিষয়টি। সামাজিক যোগাযোগমাধ্যমে এটা নিয়ে চলছে সমালোচনার ঝড়। বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ ওই নামকরণ নিয়ে বিভিন্ন মন্তব্য করছেন। এমনকি আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ওই নাম পরিবর্তনের বিরোধিতা করছেন।

খুলনার নাগরিক নেতা আনোয়ারুল কাদির প্রথম আলোকে বলেন, ওই দুটি স্থানের সঙ্গে খুলনার ঐতিহ্য জড়িয়ে রয়েছে। শিববাড়ী এলাকায় দুটি শিবমন্দির ছিল। সে অনুযায়ী ওই মোড়ের নামকরণ হয়েছে। ৩০ বছর আগে সাবেক মেয়র তৈয়েবুর রহমান ওই মোড়ের নাম পরিবর্তন করে বাবরি চত্বর করেছিলেন, কিন্তু সেটাও মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। মানুষ এখনো শিববাড়ী বলতে ওই এলাকাকে চেনে। অন্যদিকে একসময় নগরের সব বর্জ্য ফেলা হতো ময়লাপোতা এলাকায়। এ কারণে ওই এলাকার নামকরণ হয়ে যায় ময়লাপোতা। পরবর্তী সময়ে জায়গাটির নাম সোনাপোতা করা হলেও সেটি এখনো ময়লাপোতা হিসেবে পরিচিত। তিনি আরও বলেন, ‘ঐতিহ্য সব সময় একটি এলাকার গুরুত্ব বহন করে। বঙ্গবন্ধু আমাদের হৃদয়ে আছেন। তাঁর নামে কোনো ঐতিহ্যগত স্থানের নামকরণ করে তাঁকে বিতর্কিত বা ঐতিহ্য নষ্ট করা ঠিক হবে না।’