সিমেন্ট ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে আবারও পুরস্কৃত হলো প্রিমিয়ার সিমেন্ট মিলস
ধারাবাহিকভাবে সাফল্যের স্বাক্ষর রেখে সিমেন্ট ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে আবারও ‘আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড ২০২৩’ অর্জন করেছে প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি।
আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড ২০২৩-এ ১৭টি ক্যাটাগরিতে ৪৬টি প্রতিষ্ঠান পুরস্কৃত হয়েছে, যার মধ্যে ৪০টি প্রতিষ্ঠান শেয়ারবাজারের অন্তর্ভুক্ত। আইসিএমএবি আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী প্রতিষ্ঠানগুলোকে গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ—এই তিন শ্রেণিতে ট্রফি প্রদান করা হয়।
গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ পুনর্গঠন ও করপোরেট শ্রেষ্ঠত্বের মাধ্যমে অর্থনৈতিক স্থিতিস্থাপকতা’ শীর্ষক অনুষ্ঠানে বিজয়ী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে সম্মাননা প্রদান করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের কাছ থেকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের ট্রফি গ্রহণ করেন প্রিমিয়ার সিমেন্ট মিলসের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. সেলিম রেজা এবং কোম্পানি সচিব কাজী মোহাম্মদ সফিকুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
এই পুরস্কার দেশের করপোরেট জগতের সেরা প্রতিষ্ঠানগুলোকে সম্মানিত করার মাধ্যমে তাদের পেশাদারত্ব, সুশাসন এবং টেকসই উন্নয়নের প্রচেষ্টাকে স্বীকৃতি দেয়। আইসিএমএবির এই উদ্যোগ বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিস্থাপকতা এবং করপোরেট শ্রেষ্ঠত্ব অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই পুরস্কারপ্রাপ্তি শুধু বিজয়ী প্রতিষ্ঠানগুলোর জন্যই নয়, বরং পুরো দেশের করপোরেট জগতের জন্য অনুপ্রেরণার উৎস বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।