আরএফইডির সভাপতি কাজী জেবেল, সম্পাদক গোলাম রাব্বানী
নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি কাজী জেবেল। এই কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের জ্যেষ্ঠ প্রতিবেদক গোলাম রাব্বানী।
আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আরএফইডির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ১৩টি পদে ১ বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।
কমিটির অন্য পদগুলোর মধ্যে সহসভাপতি পদে আ ন ম মুহিবুব উজ জামান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো.আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক পদে মাসুদ রায়হান, সাংগঠনিক সম্পাদক পদে নিয়ামুল আজিজ, দপ্তর সম্পাদক পদে মো. আল-আমিন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এম এম লিংকন।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে ফারজানা আক্তার, নাজনীন আক্তার, মুহাম্মদ সাইফুল্লাহ, হেদায়েত উল্যাহ ও জাহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।