ভূমিকম্প–আতঙ্কে আবাসিক হলের জানালা দিয়ে লাফিয়ে পড়ে আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার সকালে সারা দেশে ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে আতঙ্কে ছোটাছুটি শুরু করেন শিক্ষার্থীরা। হাজী মুহম্মদ মুহসীন হলের একটি ভবনের বিভিন্ন স্থানের পলেস্তারা খসে পড়ে। হলের পাঠকক্ষের দরজার কাচ ভেঙে গেছে।
ভূমিকম্পের সময় আতঙ্কে মাস্টারদা সূর্য সেন হলের দোতলা থেকে লাফ দেন মিনহাজুর রহমান। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র মিনহাজুর ওই হলের ২৩৩ নম্বর কক্ষের জানালা দিয়ে লাফিয়ে পড়েন। পড়ে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগে মিনহাজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমি আমার কক্ষে (সূর্যসেন হলের ২৩৩ নম্বর কক্ষ) গভীর ঘুমে ছিলাম। সকালে ভূমিকম্পের সময় ঝাঁকুনিতে ঘুম ভেঙে যায়। কক্ষ কাঁপতে দেখে আতঙ্কিত হয়ে পড়ি। এর মধ্যে কাচ ভাঙার শব্দ পাই। এ ছাড়া নিচে ছোটাছুটির আওয়াজ পাচ্ছিলাম। তখন জানালা দিয়ে নিচে লাফ দিই।’
সূর্যসেন হলের প্রাধ্যক্ষ জাকির হোসেন ভূঁইয়া বলেন, মিনহাজুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগে ভর্তি করা হয়েছে। ওই ছাত্র গোড়ালিতে আঘাত পেয়েছেন।