প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বিক্ষোভের ঘটনায় বিজেআইএমের উদ্বেগ

বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া-বিজেআইএমের লোগো

প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের ঢাকা ও চট্টগ্রাম কার্যালয়ের সামনে বিক্ষোভের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিজেআইএম)। আজ সোমবার এক বিবৃতিতে তারা এ উদ্বেগ জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, প্রথম আলো ও ডেইলি স্টারে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বিজেআইএম বিশেষভাবে উদ্বিগ্ন। তা ছাড়া রোববার সন্ধ্যায় ঢাকায় বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘটিত সংঘর্ষকে অপ্রয়োজনীয় মনে করছে বিজেআইএম। এটা কোনো ভালো ফল দেবে না বলে মনে করে সংগঠনটি।

আরও পড়ুন

স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকারের বিষয়টি উল্লেখ করে বিজেআইএম বয়স, জাতি, ধর্ম-বর্ণ ও মতবাদনির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা, সুরক্ষা ও মর্যাদা পাওয়ার অধিকারের ওপর গুরুত্ব আরোপ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষের সোচ্চার একটি সংগঠন হিসেবে বিজেআইএম বিক্ষোভকারীদের প্রতি শান্তিপূর্ণ ও গঠনমূলকভাবে তাদের বক্তব্য উপস্থাপনের আহ্বান জানিয়েছে। যাতে সংবাদমাধ্যমের কোনো সদস্যের জন্য হুমকি বা তাঁর বিরুদ্ধে উসকানি হিসেবে কাজ না করে।

আরও পড়ুন