শেষ প্রান্তে বইমেলায় ভিড় ও বিক্রি দুটোই বেড়েছে
মাসব্যাপী অমর একুশে বইমেলা এখন শেষ প্রান্তে। পূর্বঘোষণা অনুযায়ী আর চার দিন পর শেষ হবে প্রাণের এই বইমেলা। এরই মধ্যে বিদায়ের সুর বাজতে শুরু করেছে। তবে শেষ সময়ে মেলায় লোকসমাগম বাড়ছে। একই সঙ্গে বইয়ের বিক্রিও বেড়েছে বলে জানিয়েছেন বইয়ের দোকানিরা।
রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে ১ ফেব্রুয়ারি শুরু হয়েছে ঐতিহ্যবাহী অমর একুশে বইমেলা। তবে বইয়ের দোকান বেশি হওয়ায় সোহরাওয়ার্দী উদ্যান অংশে বেশি ভিড় হয়। আজ রোববার বেলা তিনটায় শুরু হয় মেলা। চারটার পর থেকে মানুষের ভিড় বাড়তে থাকে। নানা বয়সী মানুষ আসছেন মেলায়। বেশির ভাগের হাতে ছিল বইয়ের ব্যাগ।
দুই বন্ধুর সঙ্গে মেলায় এসেছে রাজধানীর উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র তাওহিদ। তার বাসা লালবাগ এলাকায়। জানতে চাইলে সে প্রথম আলোকে বলল, ‘আজকে আপাতত একটি বই কিনেছি। ঘুরে ঘুরে দেখছি। পছন্দ হলে আরও কিনব।’
শুধু তাওহিদ নয়, আজ পাঠকদের মধ্যে বই কেনার প্রবণতা বেশি। বই দেখা-কেনার মধ্যেও আবার চলছে ঘোরাঘুরি। কেউ ছবি তুলছেন, কেউ আবার মেলায় পরিচিতজনকে পেয়ে গল্পে মেতে উঠছেন। আবার কেউ কেউ ঘুরে ক্লান্ত হয়ে মাঠেই বসে জিরিয়ে নিচ্ছেন।
আগামী প্রকাশনীর স্টলে গিয়ে কথা হয় দায়িত্বরত কর্মকর্তা আমিরুল ইসলামের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, আজকে কমবেশি অনেকেই বই কিনছেন। আজকের প্রবণতাটি এমনই।
প্রথমা প্রকাশনের জ্যেষ্ঠ বিক্রিয় প্রতিনিধি মোহাম্মদ সোহেলের কথাতেও বোঝা গেল আজ তুলনামূলক বেশি বই বিক্রি হচ্ছে। বিকেল সাড়ে চারটার দিকে তিনি প্রথম আলোকে বলেন, দেড় ঘণ্টার (বইমেলা শুরু হয় বেলা তিনটায়) প্রবণতা হলো আজকে একনিষ্ঠ পাঠকেরা বই কিনছেন। যাঁরা আসছেন, তাঁরাই কমবেশি বই কিনছেন। অনেকে বাছাই করা তালিকা ধরে বই কিনছেন।
সময় বাড়ানোর দাবি
মেলার নির্ধারিত সময় ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অধিবর্ষ হওয়ায় এবার এক দিন বেশি সময় পাচ্ছে মেলা। কিন্তু তার পরের দুই দিন সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার (১ ও ২ মার্চ)। তাই সেই দুই দিনের জন্য মেলার সময় বাড়াতে মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির কাছে দাবি জানিয়েছেন প্রকাশকেরা।
আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গণি প্রথম আলোকে বলেন, মূলত সাপ্তাহিক ছুটির দিন বিবেচনায় শুধু ওই দুই দিন সময় বাড়ানোর জন্য দাবি জানানো হয়েছে। এতে ঐতিহাসিক মার্চ মাসটিও অমর একুশে বইমেলার সঙ্গে যুক্ত হতে পারবে। তবে এ বিষয়ে তাঁরা এখনো কোনো সিদ্ধান্ত পাননি।
জানতে চাইলে বাংলা একাডেমির তথ্যকেন্দ্রের দায়িত্বরত এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সময় বাড়ানোর দাবি করা হলেও এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি।
নতুন বই ৯৬টি
বাংলা একাডেমির তথ্যকেন্দ্রের তথ্য অনুযায়ী আজ বিকেলে নির্ধারিত সময় অনুযায়ী ৯৬টি নতুন বইয়ের নাম পেয়েছেন তাঁরা, যেগুলো মেলায় আজকের প্রকাশের তালিকায় রয়েছে। এ পর্যন্ত মোট ২ হাজার ৮৩৫টি বই প্রকাশ করা হয়েছে।
পবিত্র শবে বরাতের পরদিন আগামীকাল সোমবার সরকারি ছুটির দিন। ফলে আগামীকাল মেলায় মানুষের সমাগম বেশি হওয়ার আশা করছেন প্রকাশক ও বিক্রেতারা।