কোটাবিরোধী আন্দোলনকারীদের ৬৫ সদস্যের কমিটি গঠন

কোটা বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাফাইল ছবি

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ৬৫ সদস্যের একটি কমিটি গঠন করেছেন। ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে এই আন্দোলন চলছে। আজ সোমবার বেলা দুইটার দিকে এ কমিটি গঠনের কথা জানানো হয়।

‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’–এর পক্ষ থেকে জানানো হয়, ‘কোটাবৈষম্যের বিরুদ্ধে ও স্থায়ী সমাধানের দাবিতে আন্দোলন সফল করার জন্য সারা দেশের আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে ৬৫ সদস্যবিশিষ্ট সমন্বয়ক টিম গঠন করা হলো।’

এখানে সমন্বয়ক হিসেবে ২৩ জনের নাম আছে। অন্যরা সহসমন্বয়ক। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রতিনিধিদের এখানে নাম আছে।

২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালসহ চার দফা দাবিতে ১ জুলাই থেকে টানা আন্দোলনে আছেন শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। মাঠের কর্মসূচির পাশাপাশি চলছে ক্লাস-পরীক্ষা বর্জন। মূলধারার ছাত্রসংগঠনগুলো কোটার বিষয়ে সরাসরি মাঠে নামেনি।

আন্দোলনের একপর্যায়ে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি ‘বাংলা ব্লকেডে’র কারণে গতকাল রোববার স্থবির হয়ে পড়ে রাজধানী শহর। এ ছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ এলাকায় সড়ক-মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজও শিক্ষার্থীদের এ কর্মসূচি চলবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

আগের ঘোষণা করা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি আজ বেলা সাড়ে তিনটায় শুরু হয়েছে। গতকাল রাত পৌনে আটটায় এই কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।