সুনামগঞ্জে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার ঘটনায় নিন্দা ঐক্য পরিষদের
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দুটি গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি বলছে, ৩ ডিসেম্বর রাতে মংলারগাঁও ও মনিগাঁও পূর্ব হাঁটিগ্রামে হিন্দু সম্প্রদায়ের শতাধিক বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ওই হামলায় দোয়ারাবাজার লোকনাথ মন্দির ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ অন্তত ১৫ লাখ টাকা। উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি গুরু দের বসতভিটা ও পারিবারিক মন্দিরও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় স্থানীয় সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই ভয়ে সিলেটসহ অন্যত্র চলে গেছে।
ইতিমধ্যে আটক হওয়া তরুণ আকাশ দাসের (২০) ফেসবুক পোস্টে ধর্ম অবমাননার অভিযোগ তুলে স্থানীয় হিন্দুদের ওপর কয়েক ঘণ্টা দুর্বৃত্তরা এ হামলার ঘটনা ঘটায় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছে।