নৌরুটে ভাড়া কমানোর দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

কক্সবাজারে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। আজ বেলা ১১টায়ছবি: প্রথম আলো

কক্সবাজার-মহেশখালী নৌরুটে সিন্ডিকেট করে যাত্রীদের হয়রানি করা হচ্ছে দাবি করে এর প্রতিবাদ এবং ভাড়া কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার এসব কর্মসূচি পালন করা হয়।

আজ বেলা ১১টার দিকে শহরের প্রধান সড়কের ঘুমগাছতলা এলাকা থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। একপর্যায়ে শহরের প্রধান সড়ক অবরোধ করেন তাঁরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ১২টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলে।

প্রায় এক ঘণ্টা অবস্থানকালে নৌরুটে সিন্ডিকেটবাজির বিরুদ্ধে নানা স্লোগান দেন শিক্ষার্থীরা। কর্মসূচিতে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহেশখালী শাখার সমন্বয়ক এস এম রুবেল, রুহুল আমিন, আবদুর রশিদ প্রমুখ। কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

রুহুল আমিন বলেন, প্রশাসনের সহযোগিতায় সিন্ডিকেটের মাধ্যমে মহেশখালীর মানুষকে জিম্মি করে নৌরুটটিতে ১৫ বছর ধরে হয়রানি ও চাঁদাবাজি চলছে। কক্সবাজার শহর থেকে মহেশখালীর দূরত্ব ১০ কিলোমিটার। দ্রুতগতির নৌযান স্পিডবোটে যেতে সময় লাগে মাত্র ৯ মিনিট। এই গন্তব্যে ৭০ টাকার ভাড়া বাড়িয়ে ১১০ টাকা করে আদায় করা হচ্ছে, যা সাধারণ যাত্রীদের পক্ষে বহন করা সম্ভব নয়। এই নৌপথে দৈনিক অন্তত ২০ হাজার মানুষ যাতায়াত করে। স্পিডবোট রয়েছে ৭০টির বেশি।

জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ প্রথম আলোকে বলেন, নৌরুটে স্পিডবোটের ভাড়া ১০ টাকা কমানোর বিষয়ে মহেশখালী উপজেলা প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে অন্যান্য দাবিগুলো দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।