লেবানন থেকে দেশে ফিরেছেন ৬৫ বাংলাদেশি

লেবানন থেকে বুধবার সন্ধ্যায় দেশে ফিরেছেন ৬৫ বাংলাদেশি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকাছবি: ইউএনবি

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দ্বিতীয় দফায় আজ বুধবার সন্ধ্যায় দেশে ফিরেছেন ৬৫ বাংলাদেশি। এ নিয়ে লেবানন থেকে ১১৯ বাংলাদেশি দেশে ফিরলেন।

বিমানবন্দরের এক কর্মকর্তা বাসসকে জানান, ২ নবজাতকসহ মোট ৬৫ লেবাননপ্রবাসী সৌদি আরবের একটি বাণিজ্যিক ফ্লাইটে সন্ধ্যা ৫টা ৩৪ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

আগামীকাল বৃহস্পতিবার তৃতীয় দফায় আরও ৩১ বাংলাদেশি দেশে ফিরবেন।

বৈরুতের বাংলাদেশ দূতাবাস জানায়, লেবাননের স্থানীয় সময় কাল সকালে তৃতীয় দফায় দেশে ফেরার জন্য দেশটির রফিক হারারি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দায় যাবেন ৩১ বাংলাদেশি। সেখান থেকে তাঁদের বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

লেবানন থেকে দেশে ফিরতে মোট ১ হাজার ৮০০ বাংলাদেশি নিবন্ধন করেছেন। তাঁদের প্রত্যেককে পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনা হবে। এর আগে লেবানন থেকে প্রথম ধাপে ২১ অক্টোবর দেশে ফিরেন ৭ শিশুসহ ৫৪ প্রবাসী বাংলাদেশি।

আরও পড়ুন

লেবাননে চলমান সংঘাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করতে আইওএমের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে প্রত্যাবাসনের প্রচেষ্টা সমন্বয় করা হচ্ছে।

আরও পড়ুন