মেনন, ইনু, শমী ও তাপস কারাগারে

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতফাইল ছবি: প্রথম আলো

রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেপ্তার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

এ ছাড়া উত্তরা পশ্চিম থানায় দায়ের করা হত্যাচেষ্টার এক মামলায় অভিনেত্রী শমী কায়সার ও বেসরকারি টেলিভিশন চ্যানেল গানবাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ শনিবার এ আদেশ দেন।

পুলিশ ও আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেপ্তার রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আজ শনিবার আদালতে হাজির করে পুলিশ। আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

উত্তরা পূর্ব থানার মামলায় তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে অভিনেত্রী শমী কায়সার ও কৌশিক হোসেন তাপসকে আদালতে হাজির করে পুলিশ। পরে তাঁদেরও কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গত ২২ আগস্ট গ্রেপ্তার হন রাশেদ খান মেনন। আর ২৬ আগস্ট গ্রেপ্তার হন ইনু। ৬ আগস্ট গ্রেপ্তার হন জুনাইদ আহ্‌মেদ পলক। ৩ নভেম্বর গ্রেপ্তার হন তাপস। অন্যদিকে গত ৫ নভেম্বর গ্রেপ্তার হন শমী কায়সার।

প্রতিমন্ত্রী পলক ঢাকা মেডিকেলে

সাবেক তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলককে আজ শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অসুস্থবোধ করায় রাত সাড়ে নয়টার দিকে তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। হাসপাতাল সূত্র জানিয়েছে, তাঁর শারীরিক পরীক্ষা–নিরীক্ষা করা হচ্ছে।

এর আগে যাত্রাবাড়ী থানার মামলায় তাঁকে আজ সকালে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। পরে তাঁকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ।