শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিগত সরকারের মন্ত্রী ও সব সংসদ সদস্যের কূটনৈতিক পাসপোর্ট বাতিল ও সাধারণ পাসপোর্ট বিষয়ে নীতিমালা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার এ–সংক্রান্ত নীতিমালা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আজ বৃহস্পতিবার দেওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের বহিরাগমন-৪ শাখার উপসচিব মো. কামরুজজামান স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা যায়।
নীতিমালায় কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার ও সমর্পণের ভিত্তিতে সাধারণ পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাবেক মন্ত্রিসভার সদস্য, সদ্য বিলুপ্ত জাতীয় সংসদের সব সদস্যসহ যে ব্যক্তিরা কোনো পদে অধিষ্ঠিত থাকায় যোগ্য হিসেবে কূটনৈতিক পাসপোর্ট গ্রহণ করেছেন, ওই পদে তাঁদের নিয়োগ বা কর্মকালের অবসান ঘটলে তাঁদের ও তাঁদের পরিবারের কূটনৈতিক পাসপোর্ট অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
নীতিমালায় আরও বলা হয়, উল্লিখিত ব্যক্তিদের মধ্যে যাঁরা সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করবেন, অন্তত দুটি তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে তাঁদের সাধারণ পাসপোর্ট দেওয়া যেতে পারে।