শুভ সকাল। আজ ১৩ নভেম্বর, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানো নিয়ে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার এক বিবৃতিতে রিজভী এই দুঃখ প্রকাশ করেন। বিস্তারিত পড়ুন...
এক সপ্তাহ ধরে শরীয়তপুরের নড়িয়া ও ভেদরগঞ্জ এলাকায় পদ্মা নদীতে জেলেদের জালে প্রচুর পরিমাণ পাঙাশ মাছ ধরা পড়ছে। একসঙ্গে এত পাঙাশ এখানে কখনো ধরা পড়েনি বলে দাবি জেলে ও মাছ ব্যবসায়ীদের। বিস্তারিত পড়ুন...
তথ্যপ্রযুক্তি খাতের সরকারি প্রকল্প এটুআই ঘিরে একটি ‘সিন্ডিকেট’ বা চক্র গড়ে উঠেছে। তিন কোম্পানি বেশি সফটওয়্যারভিত্তিক কাজ পেয়েছে। এ ছাড়া শুরু থেকে প্রকল্পে চলে এসেছে এক ব্যক্তির ‘আধিপত্য’। বিস্তারিত পড়ুন...
সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, এক দলের টিকিটে নির্বাচিত হয়ে অন্য দলে গেলে তাঁর এমপি পদ থাকে না। তারপরও বাংলাদেশে এমপি কেনাবেচার উদাহরণ কম নয়। শেখ হাসিনার প্রথম সরকারের আমলে বিএনপির দুজন এমপিকে মন্ত্রী-প্রতিমন্ত্রী করা হয়েছিল। আইনি লড়াইয়ে তাঁরা হেরে যান এবং সদস্যপদ হারান। বিস্তারিত পড়ুন...
সংস্করণ ওয়ানডে আর আফগানিস্তানের বিপক্ষে অতীত রেকর্ড-সিরিজ শুরুর আগে দুটো বিষয়ই বাংলাদেশকে আত্মবিশ্বাস জোগাচ্ছিল। সিরিজ শুরুর পর এর সঙ্গে যোগ হয়েছে আরও একটি—শারজার উইকেট। এটা ঠিক ৩০০ রানের উইকেট নয়।বিস্তারিত পড়ুন...