পেকুয়ায় মাছের ঘের থেকে দুই শিশুর লাশ উদ্ধার

কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম সিরাদিয়া এলাকার একটি মাছের ঘের থেকে দুই শিশুর লাশ উদ্ধার হয়েছে। আজ রোববার বিকেল সাড়ে চারটার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে জোয়ারের পানিতে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মারা যাওয়া শিশুরা হলো সিরাদিয়া এলাকার ওয়াজ উদ্দিনের ছেলে আবু বক্কর ছিদ্দিক (৮) ও নজরুল ইসলামের ছেলে নাজেম উদ্দিন (৫)। দুজনই স্থানীয় একটি নুরানি মাদ্রাসায় পড়ত।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাদ্রাসা থেকে বাড়ি ফিরে সকাল ১০টার দিকে দুই শিশু খেলতে বের হয়। এর পর থেকে তারা নিখোঁজ ছিল। পরে বিকেলে সাড়ে চারটার দিকে মাছের ঘেরটিতে দুই শিশুর লাশ পাওয়া যায়।

বাসিন্দারা বলেন, খেলার উদ্দেশ্যে মাছের ঘেরটিতে গিয়েছিল দুই শিশু। বেলা দেড়টার দিকে জোয়ারের পানিতে ডুবে হয়তো দুই শিশুর মৃত্যুর হয়েছে।

পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ মানিক বলেন, দুপুরে ভাত খেতে না যাওয়ায় দুই শিশুকে খুঁজতে বের হন পরিবারের সদস্যরা। বিকেল সাড়ে চারটার দিকে একটি মাছের ঘেরের বাঁধের পাশ থেকে শিশু আবু বক্কর ও নাজেম উদ্দিনের লাশ উদ্ধার করা হয়। দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় দুই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে সন্ধ্যা সাতটার দিকে দুজনের লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।