সব সময় ক্ষমতাকে প্রশ্ন করতেন আতাউস সামাদ
বরেণ্য সাংবাদিক আতাউস সামাদ সব সময় ক্ষমতাকে প্রশ্ন করতেন। সত্য প্রকাশ করে গেছেন। তাঁর নীতি ও আদর্শ অনুসরণীয়। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বরেণ্য সাংবাদিক আতাউস সামাদের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তারা এ কথাগুলো বলেন।
আতাউস সামাদ স্মৃতি পরিষদ এ সভার আয়োজন করে। তাঁর সম্পর্কে স্মৃতিচারণা করেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ। তিনি আতাউস সামাদের কাজের বিভিন্ন দিক তুলে ধরেন।
শওকত মাহমুদ বলেন, শুধু সাংবাদিকতা নয়, তথ্যবিদ্যায়ও আতাউস সামাদ অমূল্য ছিলেন। তিনি ক্ষমতাকে প্রশ্ন করতেন সব সময়। সাধারণ মানুষকে সমর্থন করতেন।
প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি সোহরাব হাসান বলেন, ঘটনাস্থলে সাংবাদিক গিয়েছেন কি না, প্রশ্ন করেছেন কি না এবং নিজ চোখে দেখেছেন কি না—এসব জানতে চাইতেন আতাউস সামাদ। তিনি সত্য প্রকাশ ও ক্ষমতাকে প্রশ্ন করতেন। দল–মতনির্বিশেষে সাংবাদিকতা করতে হবে।
রয়টার্সের সাবেক সাংবাদিক রফিকুর রহমানের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের আহ্বায়ক আবু সালেহ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত মহাসচিব বাছির জামাল প্রমুখ।