৩ কারণে এবার ডেঙ্গু কম, তবে আছে শঙ্কা

বর্ষার মূল মৌসুমের পরেও ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার নজির আছে। তাই এখনই নিশ্চিন্ত থাকার কিছু নেই।

ডেঙ্গু রোগের বাহক এডিস মশারয়টার্স

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে যত রোগী আক্রান্ত হয়েছেন, তা গত বছরের এ সময়ের চেয়ে প্রায় সাত ভাগের এক ভাগ। বছরের শুরুতে ডেঙ্গু রোগী যে হারে বাড়ছিল, তাতে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করার আশঙ্কা করা হয়েছিল। তবে এখন পর্যন্ত তেমনটা হয়নি।

সংক্রমণ কম হওয়ার পেছনে তিনটি কারণের কথা বলছেন কীটতত্ত্ববিদ ও মহামারি-বিশেষজ্ঞরা। তবে তাঁরা মনে করছেন, প্রয়োজনীয় কিছু ব্যবস্থা না নিলে ডেঙ্গুর সংক্রমণ আবারও বাড়তে পারে। কারণ, বর্ষার মূল মৌসুমের পরে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার নজির আছে। এ ছাড়া এবার ডেঙ্গুতে মৃত্যুহার অন্য যেকোনো বছরের মধ্যে সর্বোচ্চ। তাই নিশ্চিন্ত থাকার কিছু নেই।

চলতি বছরের শুরু থেকে ২৫ জুলাই পর্যন্ত এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৫০ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৫০ জনের। গত বছর এ সময় পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ৩৭ হাজার ৬৮৮ জন। মারা যান ২০১ জন।

২০২২ সালের ২৫ জুলাই পর্যন্ত ২ হাজার ২০৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। মারা যান ৭ জন। ওই বছর দেশে ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। মারা যান ২৮১ জন। বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয় ২০২৩ সালে। আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আর মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের। 

প্রসঙ্গত, দেশে গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এক তরুণের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৮ জন। এর মধ্যে ১১৮ জনই ভর্তি হয়েছেন কক্সবাজারের সরকারি হাসপাতালে। 

তিন কারণে সংক্রমণ কম

এ বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ডেঙ্গুর সংক্রমণ আগের বছরের চেয়ে বেশি ছিল। কিন্তু মার্চে এসে ডেঙ্গুর প্রকোপ গত বছরের চেয়ে অপেক্ষাকৃত কমে আসে।

চলতি বছরে এমন কম সংক্রমণের পেছনে প্রথম কারণ হিসেবে অভিন্ন সেরোটাইপ বা ধরনের প্রাধান্যের কথা বলছেন বিশেষজ্ঞরা। ডেঙ্গু রোগের চারটি ধরন আছে। সেগুলো হলো ডেন-১, ডেন-২, ডেন-৩ ও ডেন-৪।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) গবেষণায় দেখা যায়, গত বছর মোট আক্রান্তের ৭৪ শতাংশই ডেঙ্গুর ডেন-২ ধরনে আক্রান্ত হয়েছিলেন। এরপর ছিল ডেন-১-এ ২০ শতাংশ, ডেন-৩-এ ৬ শতাংশ। ওই গবেষণায় বলা হয়েছিল, যদি একই ধরনে আক্রান্ত হওয়ার প্রবণতা অব্যাহত থাকে, তবে ডেঙ্গুর প্রকোপ কমে আসতে পারে।

আইসিডিডিআরবির সংক্রামক রোগ বিভাগের বিজ্ঞানী মোহাম্মদ শফিউল আলম ওই গবেষণায় নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর পর্যবেক্ষণ হলো, এবারও ধরন-২-এ আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি।  

শফিউল আলম প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে জনগোষ্ঠীর একটি বড় অংশ ডেন-২ তে আক্রান্ত হয়ে গেছে। একটি ধরনের প্রাধান্য কমতে অন্তত দুই থেকে তিন বছর সময় লাগে। তাই নতুন কোনো ধরন না আসায় ডেঙ্গুর সংক্রমণ কম।

এবার ডেঙ্গুর সংক্রমণ কম হওয়ার পেছনে আরেকটি কারণ জুন মাসে কম বৃষ্টি এবং অতিরিক্ত তাপ—এমনটাই মনে করেন জনস্বাস্থ্যবিদ মুশতাক হোসেন। তিনি বলছিলেন, বৃষ্টি কম হওয়ার ফলে এবং তাপমাত্রা বেশি হওয়ার কারণে এডিসের বংশ বৃদ্ধি কমে গেছে জুন মাসে। অথচ ওই মাসে বেশি বিস্তারের আশঙ্কা থাকে।

আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী, জুন মাসে স্বাভাবিকের চেয়ে সারা দেশে গড়ে ৯ শতাংশ বৃষ্টি কম হয়েছে। আর শুধু ঢাকাতেই কম বৃষ্টি হয়েছে ৩১ ভাগ। এটি অস্বাভাবিক।

এ ছাড়া এবার ঢাকায় কম সংক্রমণের জন্য দুই সিটির অপেক্ষাকৃত বেশি সক্রিয়তাকেও কারণ হিসেবে দেখছেন মুশতাক হোসেন। 

শঙ্কারও তিন দিক

এ বছর সংক্রমণ কম হলেও মৃত্যুহার গত বছরের চেয়ে দ্বিগুণ। এ বছর রোগী অনুপাতে মৃত্যুহার প্রায় ১ শতাংশ। যেটি গত বছর এ সময়ে ছিল শূন্য দশমিক ৫৩ শতাংশ।

এবার মৃত্যুহার বেশি হওয়ার কারণ প্রসঙ্গে জনস্বাস্থ্যবিদ অধ্যাপক বে-নজির আহমদ প্রথম আলোকে বলেন, গত বছর ডেঙ্গুর প্রকোপ নিয়ে শঙ্কা ছিল। মানুষ দ্রুত হাসপাতালে ভর্তি হতো। এবার সংক্রমণ কম হওয়ার কারণে হাসপাতালে রোগী যাচ্ছে দেরিতে। তাতে মৃত্যু বাড়ছে।

এর পাশাপাশি ঢাকার বাইরে স্বাস্থ্য ব্যবস্থাপনার ত্রুটির কারণেও মৃত্যু বাড়ছে এবং নতুন এক শঙ্কা সৃষ্টি করেছে বলে মনে করেন অধ্যাপক বে-নজির।

এবারে সংক্রমণের দ্বিতীয় শঙ্কা হলো ঢাকার চেয়ে বাইরে রোগীর সংখ্যা বেশি। গত বছর এ সময়ে মোট আক্রান্তের ৫৯ শতাংশ ছিল ঢাকা মহানগরের। এবার মহানগরে রোগী মোট আক্রান্তের ৩৮ ভাগ।

তৃতীয়ত, বর্ষা মৌসুমে সাধারণত ডেঙ্গু বাড়ে, পরে তা কমে আসে। তবে এখন বর্ষার যে ধরন, তাতে মৌসুমের পরে অর্থাৎ সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বেশি বৃষ্টি হয়। আবার বর্ষা-উত্তর কালে বাংলাদেশে ডেঙ্গু বিস্তারের উদাহরণও আছে। ২০২২ সালে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ হয়েছিল অক্টোবর মাসে। দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ হয় নভেম্বর মাসে, ১৯ হাজার ৩৩৪ জন। এর আগে বাংলাদেশে কোনো বছরে বর্ষা-পরবর্তী সময়ে ডেঙ্গুতে এত সংক্রমণ ছিল না।  

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদের গবেষণায় দেখা গেছে, বর্ষা মৌসুম পিছিয়ে যাচ্ছে। আর এবারও বর্ষার মূল মৌসুমের পরে বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে বলে জানান তিনি।

এবারও বর্ষা মৌসুমের পরে বেশি বৃষ্টি ডেঙ্গুর প্রকোপ বাড়াতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই এখনই ডেঙ্গু নিয়ন্ত্রণে শিথিলতা না দেখানোর পরামর্শ দিয়েছেন তাঁরা।