দ্বিকক্ষ সংসদ ও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা

জাতীয় সংসদ ভবনফাইল ছবি

দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা, রাষ্ট্রপতি নির্বাচনপদ্ধতিসহ বিভিন্ন বিষয় নিয়ে সংবিধান সংস্কার কমিশন ও  নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের মধ্যে মতবিনিময় হয়েছে। গতকাল বৃহস্পতিবারের এই মতবিনিময়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সংবিধান ও নির্বাচনসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে দুই কমিশনের মধ্যে আরও আলোচনা হবে।

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। পরে সংবিধান সংস্কার কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় সংবিধান সংস্কারবিষয়ক বিভিন্ন বিষয়, বিশেষত সংবিধানে নির্বাচনসংশ্লিষ্ট বিভিন্ন অনুচ্ছেদ নিয়ে আলোচনা করা হয়। দুই কমিশনের কাজ ও সুপারিশগুলো সমন্বয়ের বিষয়ে আলোকপাত করা হয়।

সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব দেওয়ার জন্য ১১টি কমিশন গঠন করেছে। এর দুটি হলো সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন। নির্বাচনব্যবস্থায় কতগুলো বিষয় রয়েছে, যা সংবিধানসংশ্লিষ্ট। এসবে পরিবর্তন আনতে হলে সংবিধানে পরির্বতন আনতে হবে। এ ধরনের বিষয়গুলো নিয়ে প্রস্তাব তৈরির ক্ষেত্রে যাতে দুটি কমিশনের মধ্যে একটি সমন্বয় থাকে, সে জন্যই মূলত নিজেদের মধ্যে আলোচনা করছেন দুই কমিশনের সদস্যরা।

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার প্রথম আলোকে বলেন, তাঁদের কমিশন কী করছে, সংবিধান সংস্কার কমিশন কী করছে, এসব বিষয় নিয়ে মতবিনিময় হয়েছে। নির্বাচনসংশ্লিষ্ট কিছু বিষয় উভয় কমিশনই চিহ্নিত করেছে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, রাষ্ট্রপতি পদের নির্বাচনপদ্ধতি কেমন হতে পারে, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির পদে এক ব্যক্তি কত মেয়াদ থাকতে পারবেন, স্থানীয় সরকারব্যবস্থা—এসব বিষয় নিয়ে মতবিনিময় হয়েছে। কোনো সিদ্ধান্ত হয়নি। দুই কমিশন আবারও বসবে।

সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ ও কমিশনের সদস্য অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ, মো. মুসতাইন বিল্লাহ এবং নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার ও সদস্য তোফায়েল আহমেদ, জেসমিন টুলী, আবদুল আলীম, জাহেদ উর রহমান, মীর নাদিয়া নিভিন, মোহাম্মদ সাদেক ফেরদৌস এবং সাদিক আরমান মতবিনিময়ে অংশ নেন।

দুই কমিশন আলাদাভাবে অংশীজনদের সঙ্গে মতবিনিময় করছে। পাশাপাশি অনলাইনে মানুষের মতামত নিচ্ছে। উভয় কমিশনের কাছেই দ্বিকক্ষবিশিষ্ট সংসদ করা, সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা এবং সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোটের বিধান করার মতো কিছু প্রস্তাব এসেছে।

সংসদ দ্বিকক্ষবিশিষ্ট করা হলে একটি হবে উচ্চকক্ষ আরেকটি নিম্নকক্ষ। কোন কক্ষে কীভাবে নির্বাচন হবে নতুন করে সেটি নির্ধারণ করতে হবে। রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিতে পরিবর্তন আনতে হলেও সংবিধান সংশোধনীর প্রয়োজন হবে। এসব বিষয়ে উভয় কমিশন একই ধরনের প্রস্তাব দিতে চায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।