চট্টগ্রামে ফানুস উড়িয়ে প্রবারণা উৎসব উদ্যাপন
চট্টগ্রাম নগরের বিভিন্ন বৌদ্ধমন্দিরে নানা আয়োজনে শুভ প্রবারণা পূর্ণিমা উদ্যাপিত হয়েছে। এর মধ্যে ছিল বিশ্বশান্তি কামনায় ফানুস উত্তোলন, ধর্মীয় আচার অনুষ্ঠান ও আলোচনা সভা।
রোববার সন্ধ্যায় নগরের নন্দনকাননের বৌদ্ধমন্দিরে ফানুস ওড়ানো হয়। এ ছাড়া নগরের কাতালগঞ্জের নবপণ্ডিত বিহার, পাথরঘাটা জেতবন শান্তিকুঞ্জ বিহার, ইপিজেড সর্বজনীন বৌদ্ধবিহার ও মৈত্রী বনবিহার, চান্দগাঁও সর্বজনীন বৌদ্ধবিহার, মোগলটুলী শাক্যমুনি বৌদ্ধবিহার, বন্দর বৌদ্ধবিহারসহ প্রায় প্রতিটি বৌদ্ধবিহারে শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সকাল থেকেই নানা আয়োজন করা হয়।
নগরের মোগলটুলী শ্মশানভূমি শাক্যমুনি বৌদ্ধবিহার আয়োজিত ফানুস উত্তোলন ও সদ্ধর্ম আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়। এ সময় তিনি উপস্থিত ভক্তদের সঙ্গে প্রবারণা পূর্ণিমার শুভেচ্ছা বিনিময় করেন।