অনলাইন ট্যুরিজম মেলার কুইজ বিজয়ীদের মধ্যে পুরস্কার হস্তান্তর
‘ভ্রমণের সবকিছু এখানেই…’ স্লোগানে প্রথম আলো ডটকম প্রথমবারের মতো আয়োজন করে অনলাইন ট্যুরিজম মেলা। গত ৩০ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত tourismmela.pro ওয়েবসাইটে অনুষ্ঠিত এ মেলায় ছিল নানা আয়োজন। মেলায় ভ্রমণ–সংক্রান্ত নানা তথ্য, অফার, ফিচার ও ভিডিওর পাশাপাশি ছিল ‘ভ্রমণজান্তা’ নামে প্রতিদিনের কুইজ প্রতিযোগিতা। ১০ দিনব্যাপী কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে ১০ জন প্রতিদিনের বিজয়ী এবং ১০ জন মেগা বিজয়ী হিসেবে নির্বাচিত হন। তাঁদের পুরস্কৃত করা হয়েছে।
আজ রোববার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে কুইজের পুরস্কার হস্তান্তর করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক কথাসাহিত্যিক আনিসুল হক।
প্রতিদিনের বিজয়ী ১০ জনের মধ্যে পাঁচজন হোটেল র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এবং পাঁচজন পেয়েছেন হোটেল হলিডে ইনে কাপল ডিনারের সুযোগ। আর মেগা বিজয়ী ১০ জনের মধ্যে পাঁচজন কক্সবাজারের হোটেল রামাদায় সকালের নাশতাসহ এক রাত থাকার সুযোগ এবং পাঁচজন পেয়েছেন ইউএস–বাংলা এয়ারলাইনসের সৌজন্যে ঢাকা-কক্সবাজার-ঢাকা এয়ার টিকিট। এ ছাড়া সবার জন্য ছিল ‘রুচি’র সৌজন্যে বিশেষ গিফট হ্যাম্পার।
কুইজ প্রতিযোগিতায় প্রতিদিনের বিজয়ীরা হলেন চাঁপাইনবাবগঞ্জের মাশির হোসেন, চট্টগ্রামের রিয়াজ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জের রাজিব গোপ, টাঙ্গাইলের বিশ্বজিৎ কুণ্ডু, সিরাজগঞ্জের মো. বুলবুল রহমান, নারায়ণগঞ্জের কাজী ফারহিন ওরিন, নাটোরের অরূপ সরকার, গাজীপুরে সাইদ আফ্রিদি এবং ঢাকার সাজ্জাদুল ইসলাম প্রত্যাশা ও ঐশী।
মেগা বিজয়ীরা হলেন নারায়ণগঞ্জের মো. মিজানুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের মাশির হোসেন এবং ঢাকার আশিকুল হক প্রিয়ম, সজল রহমান, আফনান আহমেদ, ফয়সাল বিন রাশেদ, ওয়াসিফ চৌধুরী, ওবায়দুল্লাহ্ খান, শানিলা ইসলাম ও মাহির দাইয়ান।
বিজয়ীদের অভিনন্দন জানিয়ে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক বলেন, ‘আমি নিজেও প্রচুর ঘোরাঘুরি করি। ট্যুরিজম মেলায় অংশগ্রহণকারী অনেক প্রতিষ্ঠানের কল্যাণে আমার ভ্রমণটা হয় ঝামেলাহীন। আয়োজনটির পৃষ্ঠপোষকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সম্পৃক্ততার কারণ হচ্ছে প্রথম আলোর প্রতি “আস্থা”। আর এটিই আমাদের মূল শক্তি। আপনাদের ভালোবাসা আর পাঠকের আস্থা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই।’
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার মো. শাহরিয়ার আলম বলেন, ‘শুরু থেকেই ‘‘রুচি’’ তারুণ্যের ব্র্যান্ড হিসেবে কাজ করে। এ লক্ষ্যে আমরা তাঁদের জন্য কিছু অ্যাডভেঞ্চার উদ্যোগ গ্রহণ করে থাকি। তারই ধারাবাহিকতায় ট্যুরিজম ফেয়ারে আমাদের অংশগ্রহণ। প্রথম আলোকে ধন্যবাদ আমাদের যুক্ত করার জন্য। ভবিষ্যতে এমন আয়োজনে আমরা প্রথম আলোর পাশেই থাকব।’
ইস্টার্ন ব্যাংক পিএলসির সিনিয়র ম্যানেজার (ডিজিটাল মার্কেটিং) সৈয়দ এহসানুর করিম অন্তর বলেন, ‘আমরা সব সময় গ্রাহকদের আমাদের পরিষেবা সম্পর্কে জানাতে চাই। সেটি জানানোর অন্যতম সেরা একটি মাধ্যম ছিল এই মেলা।’
প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার এ বি এম জাবেদ সুলতান বলেন, ‘সত্যি বলতে মেলা বললেই গ্রামে–গঞ্জে আবহমানকাল ধরে চলে আসা বিভিন্ন আয়োজনকে বোঝায়। যুগের চাহিদা অনুযায়ী সেটির ডিজিটাল রূপ দিতেই আমাদের অনলাইন মেলার ভাবনা। পাঠকের ভ্রমণ যেন প্রশান্তির ও নিরাপদ হয়, সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি।’
মেগা বিজয়ী হিসেবে এয়ার টিকিট এবং প্রতিদিনের বিজয়ী হিসেবে কাপল ডিনারের সুযোগ পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জের মো. মাশির হোসেন। উচ্ছ্বসিত মাশির বলেন, ‘এ প্রাপ্তি আনন্দের। এমন একটি আয়োজনের অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। প্রথম আলো এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ আমাদের জন্য জ্ঞানভিত্তিক এ উদ্যোগ নেওয়ার জন্য।’
পুরস্কার প্রদান পর্ব শেষে ট্যুরিজম মেলার পৃষ্ঠপোষক ও কমিউনিটি পার্টনারদের প্রতিনিধিদের সঙ্গে মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মেলায় অংশগ্রহণ করে তাঁদের চাওয়া থেকে প্রাপ্তিই বেশি ছিল বলে জানান অনেকেই। এ ছাড়া ভবিষ্যতে এই মেলায় বিভিন্ন মূল্যছাড় ও আকর্ষণীয় অফারসহ প্রতিষ্ঠানগুলোকে অংশ নেওয়ার ব্যাপারে পরামর্শ দেন। মেলায় অংশগ্রহকারী প্রতিষ্ঠানগুলোকে প্রথম আলোর পক্ষ থেকে ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।
অনলাইন ট্যুরিজম মেলার টাইটেল স্পনসর ছিল ‘রুচি’, ব্যাংক পার্টনার ইস্টার্ন ব্যাংক পিএলসি এবং কো-স্পনসর ফ্লাইট এক্সপার্ট। পৃষ্ঠপোষক ছিল ভাইয়া হোটেলস অ্যান্ড রিসোর্টস লিমিটেড, ছুটি রিসোর্ট লিমিটেড, গো–যায়ান, সহজ ডটকম, গাড়িবুক, ট্রিপনেস্ট লিমিটেড, আইটিএস হলিডেজ লিমিটেড, রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার কলাতলী বিচ, চলঘুরি লিমিটেড, এমঅ্যান্ডএন হলিডেজ, ছুটি রিসোর্ট কক্সবাজার, কসমস হলিডে, র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন, ইউএস–বাংলা এয়ারলাইনস ও হোটেল হলিডে ইন। কমিউনিটি পার্টনার হিসেবে ছিল ট্রাভেল বিডি, ভ্রমণকন্যা, ট্রাভেল নাও, গো গার্লস এবং রোপ ফোর।
আজ কুইজের পুরস্কার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইয়া হোটেলস অ্যান্ড রিসোর্টস লিমিটেডের হেড অব ব্র্যান্ড ফয়সাল আহমেদ, সহজ-এর চিফ বিজনেস অফিসার তালাত রহিম, ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (পাবলিক রিলেশন) মো. কামরুল ইসলাম, ছুটি রিসোর্ট কক্সবাজারের সহকারী ব্যবস্থাপক (ডিজিটাল মার্কেটিং) মো. সজীব, ট্রিপনেস্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. খালেদ শাহরিয়ার, গাড়িবুক-এর সহকারী ব্যবস্থাপক পার্থ বিশ্বাস, এমঅ্যান্ডএন হলিডেজের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশিদ, রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার কলাতলী বিচের পাবলিক রিলেশন ও মার্কেটিং ইনচার্জ সাদিয়া আফরিন মীম, র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন নির্বাহী শাশ্বতী মধুরিমা হুদা, ছুটি রিসোর্ট লিমিটেডের সহকারী ব্যবস্থাপক মোরশেদুল ইসলাম, আইটিএস হলিডেজ লিমিটেডের পরিচালক মো. খোরশেদ আলম, কসমস হলিডের সহকারী মহাব্যবস্থাপক মো. মুশফিকুর রহমান, গো-যায়ানের চিফ কমার্শিয়াল অফিসার ইমামুল ইসলাম, চলঘুরি লিমিটেডের পরিচালক ও চিফ বিজনেস অফিসার শোয়েব বিন নূর।
কমিউনিটি পার্টনারদের মধ্যে ছিলেন ট্রাভেল বিডির প্রতিষ্ঠাতা আহসান রনি, ভ্রমণকন্যার ভাইস প্রেসিডেন্ট ও ট্যুর কো-অর্ডিনেটর নুসরাত জাহান, গো-গার্লসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সোনিয়া রিফাত, রোপ ফোর-এর চেয়ারপারসন মারুফা হক এবং ট্রাভেল নাও-এর ব্যবস্থাপক মোহাম্মদ আরিফ।
অনুষ্ঠানে ট্যুরিজম মেলার সার্বিক চিত্র তুলে ধরেন প্রথম আলোর ডিজিটাল বিজনেস বিভাগের সহকারী মহাব্যবস্থাপক রুহুল আমিন রনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর সিনিয়র কনটেন্ট ম্যানেজার খায়রুল বাবুই।