সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৫ জানুয়ারি, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

নির্বাচনের দুটি সম্ভাব্য সময়সীমা ডিসেম্বর ২০২৫ বা ২০২৬ সালের মাঝামাঝি: অধ্যাপক ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেন ব্রিটিশ এমপি রূপা হক। ঢাকা, ৪ জানুয়ারি
ছবি: পিআইডি

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়সীমা রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এর একটি চলতি বছরের ডিসেম্বর, অন্যটি আগামী বছরের মাঝামাঝি। জনগণ কতটুকু সংস্কার চায়, তার ওপর নির্বাচনের সময়সূচি নির্ভর করছে বলেও উল্লেখ করেন তিনি। বিস্তারিত পড়ুন...

নবম শ্রেণি থেকে আবারও বিভাগ বিভাজন তুলে দেওয়ার পরিকল্পনা

নবম শ্রেণির একটি ক্লাসরুমে পাঠদান চলছে
প্রথম আলো ফাইল ছবি

নবম শ্রেণি থেকে আবারও বিভাগ বিভাজন তুলে দেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা বিভাগ। পরিকল্পনা অনুযায়ী, নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য কয়েকটি বিষয় বাধ্যতামূলক রেখে অনেকগুলো বিষয় উন্মুক্ত রাখা হবে। সেখান থেকে শিক্ষার্থীরা তাদের ইচ্ছা অনুযায়ী নির্ধারিতসংখ্যক বিষয় বাছাই করতে পারবে। বিস্তারিত পড়ুন...

গাজীপুরে আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে মিছিল নিয়ে থানায় জামায়াতের নেতা-কর্মীরা

আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় হাজির হন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। শুক্রবার রাতে গাজীপুরের জয়দেবপুর থানার সামনে
ছবি: সংগৃহীত

গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় মিছিল নিয়ে হাজির হয়েছেন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা-কর্মীরা। শুক্রবার রাতে গাজীপুরের জয়দেবপুর থানায় নেতা-কর্মীরা জমায়েত হন। তবে শেষ পর্যন্ত তাঁকে ছাড়েনি পুলিশ। বিস্তারিত পড়ুন...

৭০ অনুচ্ছেদ বাতিল করলে হিতে বিপরীত হবে না তো?

গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকারের পতনের পর বাংলাদেশের সংবিধানকে ‘গণতান্ত্রিক করতে’ সংবিধান সংস্কার-সংক্রান্ত কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। নতুন করে শুরু হয়েছে এই অনুচ্ছেদ নিয়ে আলোচনা-সমালোচনা।
বিস্তারিত পড়ুন...

তাহসানকে ঘিরে ভাইরাল, ১০ ছবিতে জেনে নিন রোজার পরিচয়

আলোচনায় রোজা নামটি। ফেসবুক ট্রেন্ডিংয়ে নামটি ‘পপুলার দেখাচ্ছে’। এর কারণ, তাঁর নামের সঙ্গে যুক্ত হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের নাম। রাতে হঠাৎই ভাইরাল হয়, তাহসান খান বিয়ে করেছেন। এখনো বিয়ে না করলেও তাহসান জানালেন, তাঁদের বিয়ে হবে। নামটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই সবাই ফেসবুকে খুঁজতে থাকেন রোজাকে। বিস্তারিত পড়ুন...