দোহাজারী–কক্সবাজার রেললাইনের উদ্বোধন এগোল
চট্টগ্রামের দোহাজারী-কক্সবাজার নতুন রেললাইনের উদ্বোধন এগিয়ে আনা হয়েছে। এখন ১২ নভেম্বরের পরিবর্তে ১১ নভেম্বর এই লাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ৭ নভেম্বর নতুন রেললাইনটিতে পরীক্ষামূলক ট্রেন চলাচল অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার প্রকল্প পরিচালক সুবক্তগীন সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারে আসবেন। সেখানে সুধী সমাবেশ হবে। আইকনিক স্টেশন দেখবেন এবং রেললাইন উদ্বোধন করবেন।
প্রকল্প পরিচালক বলেন, ৭ নভেম্বর রেলমন্ত্রী মো. নূরুল ইসলামের উপস্থিতিতে পরীক্ষামূলক ট্রেন চলবে। চট্টগ্রাম থেকে ট্রেন কক্সবাজার পর্যন্ত যাবে। মন্ত্রী জানাবেন, বাণিজ্যিকভাবে কখন এই রুটে ট্রেন চালু হবে। এখনো সিদ্ধান্ত হয়নি। নতুন ট্রেনের প্রস্তাবিত নাম প্রধানমন্ত্রীর কাছে আছে। তিনি নাম নির্ধারণ করবেন।
গত ১৬ অক্টোবর দোহাজারী-কক্সবাজার রেললাইন পরিদর্শন করেছিলেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম। মন্ত্রী ওই দিন সাংবাদিকদের পরীক্ষামূলক চলাচল ও উদ্বোধনের সময়সূচি জানিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, ১২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন রেললাইনের উদ্বোধন করবেন।
দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০১ কিলোমিটার লাইনের মধ্যে মোট প্রকল্পের কাজ ৯২ শতাংশ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। প্রায় ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন প্রকল্পটির কাজ ২০১৮ সালে শুরু হয়। আগামী বছরের জুন পর্যন্ত এই প্রকল্পের মেয়াদ থাকলেও তার আগে আগামী ডিসেম্বরের দিকে পুরোপুরি কাজ শেষ হবে।