বিটিভির কর্মকর্তার প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
গত ২৭ মে প্রথম আলোর অনলাইনে প্রকাশিত ‘বিটিভির এক কর্মকর্তার বিরুদ্ধে এত অভিযোগ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন বিটিভির মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) মাহফুজা আক্তার। তিনি বলেছেন, ‘সংবাদটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রতিবেদনে সুজিত রায়ের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে সুজিত রায় নামের কোনো ব্যক্তি তাঁর (মাহফুজা আক্তার) বিরুদ্ধে দুদকে কোনো অভিযোগ করেননি। তাঁর নাম ব্যবহার করে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে।’
প্রতিবাদলিপিতে বিটিভির ওই কর্মকর্তা আরও বলেছেন, অনুষ্ঠান নির্মাণে অর্থ আত্মসাৎ, জ্যেষ্ঠতা লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহার—এ ধরনের কোনো ঘটনা বাস্তবে ঘটেনি এবং এর সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই।
প্রতিবেদকের বক্তব্য
চট্টগ্রামের সুজিত রায়ের নাম উল্লেখ করে মাহফুজা আক্তার প্রথম আলোকে যা বলেছেন, তা তাঁর বক্তব্য দিয়েই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনটি শুধু দুদকের অভিযোগের ভিত্তিতে করা হয়নি। বিটিভির তদন্ত প্রতিবেদনের কথাও সেখানে উল্লেখ ছিল, যা মাহফুজা আক্তার তাঁর প্রতিবাদলিপিতে উল্লেখ করেননি। ২০২২-২৩ অর্থবছরে বরাদ্দ বাজেটের অতিরিক্ত ব্যয় নিয়ে বিটিভি কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে এবং সেই তদন্ত প্রতিবেদনে মাহফুজা আক্তারের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ ব্যয় অনুমোদন ও তদন্তে অসহযোগিতা করার অভিযোগও রয়েছে।