জামায়াতের নায়েবে আমিরসহ ১০৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির আ ন ম শামসুল ইসলাম ও চট্টগ্রাম মহানগরের নায়েবে আমির শাহজাহান চৌধুরীসহ ১০৯ জনের বিরুদ্ধে পৃথক দুই মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার সপ্তম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শামসুল আরেফিন শুনানি শেষে এ আদেশ দেন। বাকি আসামিরা সবাই জামায়াত–শিবিরের নেতা–কর্মী।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি আবদুর রশিদ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের পৃথক দুই মামলায় জামায়াত নেতাসহ ১০৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। প্রতিটি মামলায় ১০৯ জন করে আসামি রয়েছেন। এর আগে আসামিদের আইনজীবীরা নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে বিরোধিতা করা হয়। আগামী ২১ মে সাক্ষ্য গ্রহণ শুরুর দিন ধার্য করেছেন আদালত।

আরও পড়ুন

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১০ সালের ১১ ফেব্রুয়ারি জামায়াত নেতাদের নেতৃত্বে একটি মিছিল নগরের কোতোয়ালি থানার এসএস খালেদ রোড এলাকায় পৌঁছায়। সেই মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুড়ে মারা হয়। এতে আট পুলিশ সদস্য আহত হন।

আরও পড়ুন

এ ঘটনায় পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধাসহ বিশেষ ক্ষমতা আইনে কোতোয়ালি থানার তৎকালীন এস আই রুহুল আমিন বাদী হয়ে মামলা করেন। মামলার আসামিরা সবাই জামায়াত ও ছাত্র শিবিরের নেতা–কর্মী।

আরও পড়ুন