রাজধানীর ধানমন্ডিতে সীমান্ত স্কয়ার বিপণিবিতানের সোনার দোকানে চুরি
রাজধানীর ধানমন্ডিতে সীমান্ত স্কয়ার বিপণিবিতানের একটি সোনার দোকানে দিনেদুপুরে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নামের দোকানের তালা কেটে এ চুরির ঘটনা ঘটে। তবে চুরি যাওয়া সোনার পরিমাণ এখনো জানা যায়নি।
পুলিশ বলছে, মার্কেটের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা করছে।
খোঁজ নিয়ে জানা যায়, সীমান্ত স্কয়ার সোনা ও ডায়মন্ডের তিনটি দোকান রয়েছে। এর মধ্যে ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নিচতলায়। এর আশপাশে কাপড় ও প্রসাধনীর দোকান। মার্কেটের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে পুলিশ জানতে পারে, আট-নয়জন দোকানের তালা কেটে সোনা চুরি করেছে। তাদের দুজন বাদে সবার মুখে মাস্ক ছিল। তাদের শনাক্তের চেষ্টা চলছে।
ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আলীম সাংবাদিকদের বলেন, চুরির খবর পাওয়ার পরপরই থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সেখানে ছুটে যান। ঘটনার সময় মার্কেটের অনেক ব্যবসায়ী ও কর্মচারী জুমার নামাজ আদায় করতে মসজিদে গিয়েছিলেন। ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্সের কর্মচারীরাও দোকানে তালা লাগিয়ে মসজিদে গিয়েছিলেন। নামাজ শেষে তাঁরা দোকানে ফিরে দেখেন স্বর্ণালংকার চুরি হয়ে গেছে।