ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের চেক হস্তান্তরে বিলম্ব করা যাবে না: ভূমিমন্ত্রী

সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ে বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয়–সম্পর্কিত বিভাগীয় কমিশনার সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দছবি: পিআইডি

ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ভূমিমালিকের হাতে ক্ষতিপূরণের অর্থের চেক হস্তান্তরে যেন কোনো ধরনের বিলম্ব না হয়, সে বিষয়ে নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

বৃহস্পতিবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ে ভূমি মন্ত্রণালয়–সম্পর্কিত বিভাগীয় কমিশনার সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। এ সময় তিনি জেলা প্রশাসকের অনুমোদন শেষে প্রকৃত ক্ষতিগ্রস্তদের দ্রুত ক্ষতিপূরণের অর্থের চেক হস্তান্তর নিশ্চিত করার জন্য বিভাগীয় কমিশনারদের নির্দেশ দেন।

ভূমিমন্ত্রী বলেন, আর্থসামাজিক, শিল্প উন্নয়নসহ দেশের বৃহৎ স্বার্থে অধিগ্রহণ প্রক্রিয়া একটি জরুরি বিষয়। এ নিয়ে মনে কষ্ট থাকলেও দেশের উন্নয়নের জন্য সাধারণ মানুষ তাঁদের জমি দিতে রাজি থাকেন। তবে অনেক মানুষ হারায় তার শত বছরের পৈতৃক ভিটেবাড়ি। অনেকে হারায় পূর্বপুরুষদের সমাধি আবার অনেকে কৃষিজমি। এ অবস্থায় ক্ষতিপূরণের চেক পেতে বিলম্ব হওয়া ক্ষতিগ্রস্তদের জন্য কেবল আর্থিক ক্ষতি নয়, মনস্তাত্ত্বিক আঘাতও।

অধিগ্রহণ ব্যবস্থাপনায় অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের সমাজের শত্রু বলে আখ্যায়িত করেন ভূমিমন্ত্রী। প্রয়োজনে আরও সার্ভে ইনস্টিটিউট স্থাপন করার জন্য সংশ্লিষ্টদের ব্যবস্থা গ্রহণ করতে বলেন তিনি।

ভূমিসচিব মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আবদুস সবুর মন্ডল, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ ও দেশের সব বিভাগীয় কমিশনাররা।