চট্টগ্রাম–১০ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মহিউদ্দিন বাচ্চু, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
চট্টগ্রাম–১০ (পাহাড়তলী, হালিশহর, ডবলমুরিং) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু। আজ মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তবে নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীর সঙ্গে পাঁচজনের বেশি লোক থাকার সুযোগ না থাকলেও মহিউদ্দিন বাচ্চুর সঙ্গে ছিলেন ১০ জনের বেশি নেতা-কর্মী।
আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন মহিউদ্দিন বাচ্চু। এ সময় তাঁর সঙ্গে ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সহসভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী ও আলতাফ হোসেন চৌধুরী, সম্পাদকমণ্ডলীর সদস্য চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, ইফতেখার সাইমুল চৌধুরী, শফিকুল ইসলাম, নগর আওয়ামী লীগের উপদেষ্টা শফর আলী, আওয়ামী লীগের তিন ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন, আবুল হাসনাত মো. বেলাল, হাসান মুরাদ প্রমুখ।
বেলা দুইটা থেকে জুবিলি রোডের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নেতারা আসতে শুরু করেন। পৌনে তিনটার দিকে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে উপস্থিত হন মহিউদ্দিন বাচ্চু। এ সময় কয়েকজন স্লোগান দিলে তিনি বকাবকি করে তাঁদের থামিয়ে দেন। পরে মহিউদ্দিন বাচ্চু জ্যেষ্ঠ নেতাদের নিয়ে ভবনের তিনতলায় চলে যান। অন্যদের নিচে অপেক্ষা করতে বলেন। এরপর ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর মহিউদ্দিন বাচ্চু বলেন, ‘দল আমাকে মনোনয়ন দিয়েছে। ইনশা আল্লাহ মানুষের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যাব। মানুষের দ্বারে দ্বারে আমরা ভোট প্রার্থনা করব। তাঁদের দোয়া আর সমর্থনে নৌকার বিজয় নিশ্চিত করতে কাজ করে যাব।’
আচরণবিধি লঙ্ঘন–সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মহিউদ্দিন বাচ্চু বলেন, ‘আমরা আচরণবিধির মধ্যেই কাজ করার চেষ্টা করে যাচ্ছি। একই সময়ে আরও কয়েকজন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঢুকে পড়েন। যে কারণে লোকজন বেশি মনে হয়েছে। আমার নেতা–কর্মীরা নিচে অপেক্ষায় ছিলেন।’
একই বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, আজ মহিউদ্দিন বাচ্চুসহ চারজন মনোনয়ন জমা দিয়েছেন। এ নিয়ে মোট ছয়জনের মনোনয়নপত্র জমা হয়েছে। একই সময়ে একাধিক প্রার্থী এবং গণমাধ্যমকর্মীরা কক্ষে ঢোকার কারণে লোকজন বেশি মনে হয়েছে।
আজ অন্য যাঁরা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাঁরা হলেন তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশিদ মিয়া ও স্বতন্ত্র প্রার্থী মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া। এর আগে মনোনয়নপত্র জমা দিয়েছেন, জাতীয় পার্টির সামশুল আলম ও স্বতন্ত্র প্রার্থী আরমান আলী।
আগামী বৃহস্পতিবার প্রার্থিতা বাছাই হবে। ১২ জুলাই মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ৩০ জুলাই ভোট গ্রহণ হবে।