টেকনাফে জি-থ্রি রাইফেলসহ এক ব্যক্তি আটক

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে চোরাইপথে আনা জি-থ্রি রাইফেলসহ গ্রেপ্তার পাচারকারী। আজ সকালেছবি-সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে একটি জি-থ্রি রাইফেল ও আটটি গুলিসহ এক ব্যক্তিকে কোস্টগার্ড আটক করেছে। তাঁর নাম মো. শহিদ (৩৭)। তিনি উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল এলাকার সৈয়দ আহমদের ছেলে। আজ শনিবার ভোররাতে মুন্ডারডেইলের একটি বাড়িতে অভিযান চালিয়ে রাইফেল এবং গুলিসহ শহিদকে আটক করা হয়।

কোস্টগার্ড জানায়, মিয়ানমার সীমান্ত থেকে অস্ত্র কিনে তা দেশের বিভিন্ন স্থানে পাচারের সঙ্গে যুক্ত একটি চক্র টেকনাফের সাবরাং এলাকায় সক্রিয় রয়েছে। মূলত ডাকাত দলের কাছে তাঁরা অস্ত্র সরবরাহ করে। শনিবার ভোররাতেও এই চক্রের লোকজন মিয়ানমার থেকে ভারী অস্ত্র নিয়ে আসছেন—এমন খবর ছিল কোস্টগার্ডের কাছে। এ খবরের ভিত্তিতে সাবরাং এলাকার বাড়িটি ঘেরাও করে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্ত্রসহ মো. শহিদ আটক হন।

কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম-উল-হক বলেন, শহিদ সংঘবদ্ধ অস্ত্র পাচারকারী চক্রের সদস্য। তাঁর বিরুদ্ধে সীমান্ত দিয়ে অস্ত্র ও মাদকের চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।