আকস্মিক বন্যা- বৃষ্টিতে ক্ষতি বেশি ৮ জেলায়
অতি ভারী বৃষ্টি প্রথমে বিপর্যয় ডেকে আনল কক্সবাজারে। এরপর শুরু হলো খুলনা ও বরিশালে। গতকাল রোববার রাজধানী ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে হাজির হয়েছিল ভারী বৃষ্টি। গতকাল রাত পর্যন্ত তা দেশের উপকূলীয় এলাকাসহ ভারতের পশ্চিমবঙ্গজুড়ে অবস্থান করছিল। দেশের দুই–তৃতীয়াংশ এলাকায় আসা ওই ভারী বৃষ্টির কারণে আট জেলায় আকস্মিক বন্যার পানিও চলে এসেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০ লাখ মানুষ।
বঙ্গোপসাগর থেকে উঠে আসা গভীর নিম্নচাপের কারণে এ ক্ষয়ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত তা বাংলাদেশের মধ্যাঞ্চল থেকে উপকূলীয় এলাকাজুড়ে বিস্তৃত ছিল। এতে দেশের বিভিন্ন নদ–নদীর ১১৬টি পয়েন্টের মধ্যে ৫২টির পানি বাড়তে দেখা গেছে।
ভারী বৃষ্টির কারণে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগের নদ–নদীর পানি আরও দু–এক দিন বাড়তে পারে। তবে আবহাওয়াবিদেরা বলেছেন, আগামীকাল মঙ্গলবার থেকে বৃষ্টি কমতে পারে। বাংলাদেশের উজানে ভারতীয় অংশেও বৃষ্টি কমে আসায় নতুন করে ঢল আসারও আশঙ্কা নেই। ফলে চট্টগ্রাম ও সিলেট উপকূলের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তার উন্নতি হতে পারে।
ক্ষতির মুখে ৩০ লাখ মানুষ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, গত তিন দিনের ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় দেশের ৩০ লাখ মানুষের ক্ষতি হয়েছে। এ পর্যন্ত ৪ লাখ ৪০ হাজার পরিবার বন্যার পানিতে ভাসমান অবস্থায় আছে। এই ক্ষতি হয়েছে দেশের আট জেলার ৩৫৭টি ইউনিয়নে।
সংস্থাটির পর্যবেক্ষণ অনুযায়ী, বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে রয়েছে কক্সবাজার, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম। ভারী বৃষ্টি ছাড়াও এসব জেলার উজানে ভারত থেকে আসা ঢলের কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।
এ ব্যাপারে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান প্রথম আলোকে বলেন, বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতি হবে। উজানে ও দেশের ভেতরে বৃষ্টি কমতে শুরু করেছে। ফলে আপাতত কোনো বন্যার আশঙ্কা নেই।
অন্যদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ সোমবারও ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টি বেশি থাকবে। বৃষ্টি কমবে চট্টগ্রাম, সিলেট ও রংপুরে। তবে আজ বিকেল পর্যন্ত সারা দেশে বৃষ্টি চলতে পারে। বৃষ্টি কমে আসতে পারে বিকেলের পর। দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত ও নদীবন্দরগুলোকে সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ গতকাল প্রথম আলোকে বলেন, মৌসুমি বায়ু এখনো শক্তিশালী অবস্থায় আছে। আর স্থল গভীর নিম্নচাপটি ভারতের পশ্চিমবঙ্গসহ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাজুড়ে সক্রিয় আছে। যে কারণে তিন দিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে। সোমবার বিকেল থেকে বৃষ্টি কমে সারা দেশে রোদের দেখা পাওয়া যেতে পারে।