১২ কেজি স্বর্ণ নিয়ে আসা মালয়েশিয়ান নাগরিক ৩ দিন রিমান্ডে

স্বর্ণের বারফাইল ছবি

১২ কেজি স্বর্ণসহ গ্রেপ্তার এক মালয়েশিয়ান নাগরকিসহ তিনজনকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত রোববার এ আদেশ দেন। রিমান্ডপ্রাপ্ত তিন আসামি হলেন মালয়েশিয়ান নাগরিক চৈ ইয়ো চের (৪০), তামিম (২৮) ও এহসানুল হক (২৭)।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত শুক্রবার দুপুরে ১২ কেজি স্বর্ণসহ গ্রেপ্তার হন মালয়েশিয়ান নাগরিক চৈ ইয়ো চেরসহ তিনজন। পরে কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা শফিউল আলম বাদী হয়ে গতকাল বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা করেন। রোববার দুপুরে মালয়েশিয়ান নাগরিকসহ তিনজনকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ।

রিমান্ড আবেদনে বলা হয়, মালয়েশিয়ান নাগরিক চৈ ইয়ো চের গত শুক্রবার দুপুরে মালয়েশিয়া থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। পরে ট্রাভেল শপ নামের একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা তামিম ও এহসানুল মালয়েশিয়ান নাগরিককে প্রটোকল দিচ্ছিলেন। একটি গোয়েন্দা সংস্থার কাছে আগে থেকে তথ্য ছিল মালয়েশিয়ান নাগরিক স্বর্ণ চোরাচালানে জড়িত। তখন একজন গোয়েন্দা কর্মকর্তা তাঁকে অনুসরণ করেন। পরে মালয়েশিয়ান নাগরিকের দেহ তল্লাশি করে তাঁর কাছে ১২টি স্বর্ণের বার পাওয়া যায়।