রাউজানে দুর্বৃত্তদের ছোড়া ছররা গুলিতে দুজন আহত

রাউজানে খায়েজ আহমেদের বাড়ির সামনে অস্ত্র হাতে দুর্বৃত্তরাছবি: সিসি ক্যামেরার ভিডিও থেকে দেওয়া

চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের ছোড়া ছররা গুলিতে দুই ব্যক্তি আহত হয়েছেন। তাঁরা দুজনই বিএনপির রাজনীতিতে যুক্ত। আজ রোববার সকালে উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান প্রয়াত খায়েজ আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন খায়েজ আহমেদের ছেলে মুহাম্মদ কামাল (৫০) ও ভাতিজা শরাফত উল্লাহ (৫৫)। তাঁরা দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহত ব্যক্তিদের পরিবার সূত্রে জানা গেছে, সকালে আগ্নেয়াস্ত্রসহ ২০-২৫ জন দুর্বৃত্ত এসে কামাল ও শরাফত উল্লাহর বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। একপর্যায়ে বাড়ির সিসিটিভি ক্যামেরাও ভাঙচুর করে তারা। বিষয়টি তাৎক্ষণিক থানায় জানানো হলেও পুলিশ আসার আগেই হামলাকারীরা পালিয়ে গেছে।

আহত মুহাম্মদ কামালের ছোট ভাই নাজিম উদ্দিন বলেন, দুর্বৃত্তরা বাড়ি লক্ষ্য করে ২৫ থেকে ৩০টি গুলি ছুড়েছে। ছররা গুলিতে তাঁর বড় ভাই এবং এক চাচাতো ভাই আহত হয়েছেন।

জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ১৪টি গুলির খোসা উদ্ধার করেছেন। ভুক্তভোগী পরিবারকে হামলার ঘটনায় মামলা করতে বলা হয়েছে। মামলার পর তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রাউজানে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে মারামারি ও হামলার ঘটনা ঘটে আসছে।