নোয়াখালীতে যুবলীগ নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
নোয়াখালীর চাটখিল পৌরসভা যুবলীগ নেতা রনি পলোয়ান হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। তাঁর নাম মো. খোকন (৩৫)। এ সময় তাঁর কাছ থেকে ১৪৫টি ইয়াবা বড়ি জব্দ করার কথা জানিয়েছে র্যাব। গতকাল রোববার রাতে চাটখিল উপজেলার হালিমা দিঘিরপাড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর কথা।
আজ সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১-এর সিপিসি-৩-এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান।
বিজ্ঞপ্তিতে কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান বলেন, খোকন চাটখিল উপজেলার সুন্দরপুর গ্রামের মৃত আলী আজ্জমের ছেলে। চাটখিল পৌরসভা যুবলীগের সহ-সাধারণ সম্পাদক নিহত রনি পলোয়ান (৩২) একই গ্রামের পলোয়ান বাড়ির শাহজাহানের ছেলে। গত শনিবার সকালে ফটিক্কা বাড়ির বাগানে রনির গলাকাটা মরদেহ পাওয়া যায়। পরে চাটখিল থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা করেন তাঁর স্ত্রী সাজু আক্তার। এর পর থেকেই র্যাব ছায়া তদন্ত শুরু করে। তদন্তে খোকনের নাম আসে। গতকাল তথ্যপ্রযুক্তির সহযোগিতায় হালিমা দিঘিরপাড় এলাকা থেকে খোকনকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাকে চাটখিল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, আজ দুপুরে রনি পলোয়ান হত্যা মামলায় মো. খোকনকে ইয়াবাসহ গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। তাঁর নামে একটি মাদক মামলা হয়েছে।