পদত্যাগপত্র গৃহীত না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাবেন মোস্তাফা জব্বার

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। সচিবালয়, ঢাকা, ২০ নভেম্বর
ছবি: প্রথম আলো

পদত্যাগপত্র গৃহীত না হওয়া পর্যন্ত কাজ করে যাবেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

আজ সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

গতকাল রোববার মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দিয়েছেন মোস্তাফা জব্বারসহ তিন টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন, এমন) মন্ত্রী ও প্রতিমন্ত্রী। এরপর আজ সচিবালয়ে নিজ দপ্তরে আসেন মোস্তাফা জব্বার। সেখানে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন তিনি।

মোস্তাফা জব্বার বলেন, পদত্যাগপত্র যতক্ষণ পর্যন্ত গৃহীত না হয়, ততক্ষণ পর্যন্ত সেটি কার্যকর হয় না।

২০১৮ সালের নির্বাচনের সময়ের উদাহরণ টেনে মন্ত্রী বলেন, ‘তখন ৬ নভেম্বর পদত্যাগপত্র জমা দিয়েছিলাম এবং সেটা কার্যকর হয়েছিল ওই বছরের ৬ বা ৭ ডিসেম্বর।’

আরও পড়ুন

যতক্ষণ পর্যন্ত পদত্যাগপত্র গৃহীত না হবে, ততক্ষণ কাজ করে যাবেন উল্লেখ করে মোস্তাফা জব্বার জানান, আজ সকালেও ছয়টি ফাইল নিষ্পত্তি করেছেন তিনি।

১৫ নভেম্বর নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এর চার দিনের মাথায় গতকাল ১৯ নভেম্বর টেকনোক্র্যাট মন্ত্রীরা পদত্যাগপত্র জমা দেন।

প্রধানমন্ত্রী ছাড়াও ২৫ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও ৩ উপমন্ত্রী মন্ত্রিসভায় রয়েছেন। প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যসংখ্যা ৪৮। ৩ জনের পদত্যাগের ফলে সংখ্যাটি কমে ৪৫-এ দাঁড়াল।