‘জেট ক্রিকেট জিনিয়াস’ কুইজ বিজয়ীরা পুরস্কার পেলেন
ক্রিকেট খেলার বিভিন্ন রেকর্ড, ক্রিকেটারদের খুঁটিনাটি তথ্য, পরিসংখ্যান, বিশ্বকাপ আসর—এসব নিয়ে আগ্রহ থাকে অনেকেরই। আইসিসি বিশ্বকাপ ক্রিকেট–২০২৩ উপলক্ষে ভক্তদের ক্রিকেটবিষয়ক জ্ঞান পরখ করতে মাসব্যাপী ভিন্নধর্মী আয়োজন করেছিল প্রথম আলো ডটকম। কুইজের নাম ছিল ‘জেট ক্রিকেট জিনিয়াস’।
ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন jetcricketgenius.pro ওয়েসাইটে ৪০ দিনব্যাপী প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। রাউন্ডভিত্তিক এই কুইজে সবচেয়ে কম সময়ে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে চার রাউন্ডে বিজয়ী হয়েছেন ৩২ জন। প্রত্যেকে পুরস্কার হিসেবে পেয়েছেন আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর মেগা বিজয়ী একজন জিতেছেন ওয়াশিং মেশিন।
আজ রোববার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর প্রধান কার্যালয়ে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন কথাসাহিত্যিক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র, কল্লোল গ্রুপ অব কোম্পানিজের হেড অব ডিজিটাল মার্কেটিং রিফাত আহমেদ, নির্বাহী সাইয়ারা জারিন ও শেখ মাহফুজুর রহমান।
এ ছাড়া ছিলেন প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার এ বি এম জাবেদ সুলতান, জ্যেষ্ঠ ব্যবস্থাপক রুহুল আমিন, ডিজিটাল মার্কেটিং লিড মেহবুব জাবেদ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর ডিজিটাল কনটেন্ট ম্যানেজার খায়রুল বাবুই।
অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের অভিনন্দন জানিয়ে আনিসুল হক বলেন, ‘নিজেকে আমার সৌভাগ্যবান মনে হচ্ছে। কারণ, আমি কিছু ক্রিকেট জিনিয়াসের সঙ্গে বসতে পেরেছি। শুধু তা–ই নয়, তাঁরা বিজয়ীও বটে। আর জেট ডিটারজেন্ট একটি সুপরিচিত ব্র্যান্ড, আমার বাসায়ও ব্যবহার করি। জেট ডিটারজেন্ট যেমন বস্ত্রের পরিচ্ছন্নতা নিশ্চিত করার চেষ্টা করে, তেমনি প্রথম আলোও সব সময় দেশের নানা অনিয়ম–দুর্নীতি দূর করে সততা নিশ্চিতের উদ্দেশ্যে কথা বলে।’
খ্যাতনামা ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্র বলেন, ‘জেট ডিটারজেন্টের সঙ্গে আমার ছেলেবেলা থেকেই সখ্য। তাই এই অনুষ্ঠানে এসে আমি একটু নস্টালজিক হয়ে গেলাম। কুইজ প্রতিযোগিতা একটি উপভোগ্য বিষয়। বিজয়ীদের অভিনন্দন। প্রথম আলোর ক্রীড়া বিভাগ নিয়মিত কুইজের আয়োজন করে। এসব কুইজেও আপনাদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।’
প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার এ বি এম জাবেদ সুলতান বলেন, ‘বিজয়ীদের অভিনন্দন। আপনাদের সমর্থন ছাড়া আমাদের আয়োজন অসম্পূর্ণ। ভবিষ্যতেও আমাদের বিভিন্ন আয়োজনকে এভাবেই সফল করবেন। আর কল্লোল গ্রুপ বরাবরের মতোই প্রথম আলোর সঙ্গে থাকবে বলে প্রত্যাশা করছি।’
কল্লোল গ্রুপ অব কোম্পানিজের হেড অব ডিজিটাল মার্কেটিং রিফাত আহমেদ বলেন, ‘জেট ডিটারজেন্ট বাংলাদেশে অর্ধশতক ধরে কাজ করে যাচ্ছে, যা শুধু এখন মানুষের কাছে একটি ব্র্যান্ড নয়, আবেগে রূপান্তরিত হয়েছে। আমরা এ আয়োজনের মাধ্যমে প্রথম আলোর পাঠকদের কাছাকাছি যেতে চেয়েছি। ভবিষ্যতেও আমরা এ ধরনের অনেক আয়োজন করব। আশা করছি, এভাবেই প্রথম আলো এবং আপনাদের সঙ্গে পাব। বিজয়ীদের অভিনন্দন।’
এই প্রতিযোগিতায় মেগা বিজয়ী হয়েছেন ঢাকার মো. তৈয়বুর রহমান। তিনি পেয়েছেন ওয়াশিং মেশিন।
এ ছাড়া বিজয়ী অন্য ৩২ জন হলেন মরিয়ম আক্তার, সাদমান হক সিফাত, সুশোভন মজুমদার, মো. সোহাগ শেখ, বহ্নি সাহা, বিশ্বজিৎ মজুমদার, বিশ্বজিৎ মন্ডল, রাকিবুল ইসলাম, মো. আবু নাইম, রহমান অয়ন, শাহাদাত হোসেন, জান্নাত, মো. শাহ নেওয়াজ, রাশেদ খান, মশির হোসেন, শিবলী, মীর ফারহান ইসলাম, মো. সেলিম উদ্দিন, আবদুল জব্বার বাপ্পী, মো. ওয়ালীউল্ল্যাহ তানভীর, শাহিনা আক্তার সুমি, মোহাম্মদ আসিফ, মাধুর্য দাস, আহমেদ উল্ল্যাহ, তপু সেন, মো. সুলতান মাহমুদ শোভন, রিজওয়ানা ইসলাম স্পর্শ, আঁখি ইসরাত, সীমান্ত দেব, এনামুল হক শান্ত, মাইনুল ইসলাম ও সায়েমা খাতুন।
উল্লেখ্য, চার রাউন্ডের এই স্পিডি কুইজ প্রতিযোগিতায় সারা দেশের প্রায় ৫২ হাজার প্রতিযোগী অংশ নেন। ক্যাম্পেইনটির সমন্বয়ক হিসেবে ছিলেন প্রথম আলোর ডিজিটাল বিজনেস ডেভেলপমেন্টের জ্যেষ্ঠ নির্বাহী মেহেদী হাসান ও ডিজিটাল মার্কেটিংয়ের নির্বাহী নুসরাত জাহান।