বাংলাদেশে দুর্যোগ মোকাবিলায় সহযোগিতা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র
বাংলাদেশে বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সব সময় পাশে থাকবে যুক্তরাষ্ট্র। এখানে দুর্যোগপ্রবণ এলাকার বাসিন্দাদের সক্ষমতা বাড়াতে, দুর্যোগের সময় নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন করার ব্যাপারেও সহযোগিতা অব্যাহত রাখবে দেশটি।
যুক্তরাষ্ট্র সরকারের বিদেশবিষয়ক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির মানবিক সহায়তা কার্যক্রমের পরিচালক মুস্তাফা এল হামজাউই এ কথা বলেন। আজ বৃহস্পতিবার রাজধানীর আমেরিকান সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বাংলাদেশে দুর্যোগ মোকাবিলায় মার্কিন সরকারের ভূমিকা নিয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষ থেকে বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় উজানে ভারতীয় অংশ থেকে আসা ঢল এবং বাঁধ খুলে পানি ছেড়ে দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হয়। উত্তরে তিনি বন্যার মতো দুর্যোগ মোকাবিলায় ভূমিরূপ (ল্যান্ডস্কেপ) ও নদীভিত্তিক সহযোগিতার ওপর গুরুত্ব দেন। তবে ওই প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি।
সাংবাদিকেরা প্রশ্ন করেন, রোহিঙ্গাদের সহযোগিতায় যুক্তরাষ্ট্র সরকার যে পরিমাণ তৎপর, বাংলাদেশের বন্যা মোকাবিলায় তাদের ভূমিকা ততটা দেখা যায় না। উত্তরাঞ্চলের বন্যা ও দক্ষিণাঞ্চলের ঘূর্ণিঝড়ে প্রতিবছর অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়। সেখানে যুক্তরাষ্ট্র সরকারের সহযোগিতা কম চোখে পড়ে।
উত্তরে সংবাদ সম্মেলনে উপস্থিত ইউএসএআইডির মানবিক কার্যক্রমের জ্যেষ্ঠ উপদেষ্টা শাহনাজ জাকারিয়া বলেন, বাংলাদেশে বন্যার আগাম পূর্বাভাস ও উদ্ধার তৎপরতায় যুক্তরাষ্ট্র সরকার কাজ করছে। রেডক্রসসহ বিভিন্ন সংস্থাকে সহযোগিতা দিচ্ছে। রংপুর এলাকার চার হাজার মানুষকে বন্যা মোকাবিলায় সক্ষম ঘর বানিয়ে দেওয়া হয়েছে। সরকারের ঘূর্ণিঝড় ও বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের সহযোগিতা দিচ্ছে।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মুস্তাফা এল হামজাউই বলেন, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সরকার ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত রাখবে। বাংলাদেশের মানুষকে জলবায়ুসহিষ্ণু করার ব্যাপারেও উদ্যোগ চলছে আর উদ্যোগ নেওয়া হবে।
এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের উজানে তিব্বত থেকে ভারত হয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত এলাকায় অনেক বাঁধ নির্মাণ করা হয়েছে। এসব বাদ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে বন্যা বাড়ছে। ফলে পানি ছেড়ে দেওয়ার পূর্বাভাস দেওয়ার ব্যাপারে কোনো ‘ভুল রাজনৈতিক’ বিষয় কাজ করে কি না?
উত্তরে মুস্তাফা বলেন, অবশ্যই বাংলাদেশ সমুদ্রপৃষ্ঠ থেকে খুবই কম উচ্চতায় অবস্থিত এবং বেশির ভাগ নদীর উৎস বাংলাদেশের উজানে। ফলে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অবশ্যই বাংলাদেশের সঙ্গে উজানের দেশগুলোর পানির বণ্টনের বিষয়টি গুরুত্বপূর্ণ।