দিল্লির আকাশসীমা থেকে ঢাকায় ফিরল টরন্টোগামী বিমান, ত্রুটি সারিয়ে আবার উড়াল
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টরন্টোগামী একটি উড়োজাহাজে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় দিল্লির আকাশসীমা থেকে ফিরে ঢাকায় জরুরি অবতরণ করে। ত্রুটি সারানোর পর আবার উড়াল দেয় উড়োজাহাজটি। আজ মঙ্গলবার এ ঘটনা ঘটে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, মঙ্গলবার ভোর ৩টা ৪৫ মিনিটে বিমানবন্দর থেকে ২৮৪ জন যাত্রী নিয়ে বিমানের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ টরন্টোর উদ্দেশে যাত্রা শুরু করে। উড়োজাহাজটি দিল্লির আকাশসীমায় পৌঁছার পর কারিগরি ত্রুটি দেখা দেয়। সকাল ৬টা ৪০ মিনিটে উড়োজাহাজটি ঢাকায় ফিরে জরুরি অবতরণ করে। কারিগরি ত্রুটি মেরামত শেষে বেলা ১১টার উড়োজাহাজটি আবার টরন্টোর উদ্দেশে ছেড়ে যায়।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, টরন্টোগামী একটি উড়োজাহাজ উড্ডয়নের পর কারিগরি ত্রুটির কারণে ফিরে এসেছিল। পরে আবার চলে গেছে।