অব্যবস্থাপনার অভিযোগ নিয়ে স্বাধীন তদন্ত কমিটি গঠন চেয়ে রিটের আদেশ মঙ্গলবার

হাইকোর্ট ভবনফাইল ছবি

চূড়ান্ত ছাড়পত্রের পর মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় অব্যবস্থাপনার অভিযোগ নিয়ে স্বাধীন তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে করা রিটের ওপর আদেশের জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করেছেন হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এদিন ধার্য করেন।

এর আগে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘৩০ হাজার যুবকের স্বপ্ন ভেঙে ২০ হাজার কোটি টাকা লুট’ শিরোনামে গত ২ জুন একটি দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। ‘মালয়েশিয়ায় চাকরি: অব্যবস্থাপনায় তিন হাজারের বেশি কর্মী টিকিট পায়নি’—এমন বিষয়বস্তু নিয়ে একই দিন একটি ইংরেজি দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদন দুটি যুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ রিটটি করেন। রিটে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে এবং প্রতিবেদন দাখিল করতে নির্দেশনা চাওয়া হয়।

রিটটি গত ৩০ জুন আদালতে ওঠে। সেদিন অব্যবস্থাপনার অভিযোগ বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে খোঁজ নিয়ে রাষ্ট্রপক্ষকে জানাতে বলেন আদালত। এর ধারাবাহিকতায় আজ বিষয়টি ওঠে।

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী তানভীর আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

বিষয়টি উঠলে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে আদালত বলেন, ‘খোঁজ নিয়েছেন, খবর পেয়েছেন?’ তখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন এসেছে। পরে আদালত আগামীকাল মঙ্গলবার আদেশের জন্য দিন রাখেন।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় প্রথম আলোকে বলেন, ‘ছয় সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল করা হয়েছে। আদালত মঙ্গলবার আদেশের জন্য রেখেছেন।’