শুভেন্দু অধিকারীর ঘোজাডাঙ্গা সড়ক অবরোধের কারণে ৫ ঘণ্টা বন্ধ ছিল ভোমরা স্থলবন্দর
ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের প্রধান সড়ক অবরোধ করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সমাবেশ করায় আজ মঙ্গলবার টানা পাঁচ ঘণ্টা বন্ধ ছিল সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। বেলা তিনটা থেকে আবারও শুরু হয়েছে স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম। এই সময়ে বন্ধ ছিল ইমিগ্রেশনের কার্যক্রমও। এতে পণ্য পরিবহনে স্থবিরতাসহ যাত্রী পারাপারও বন্ধ হয়ে যায়।
ভারতের বসিরহাট মহকুমার ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ভোলা ঘোষ জানান, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগে দুই দেশের মধ্যে বাণিজ্য বন্ধের দাবিতে অবরোধের ডাক দেয় পশ্চিমবঙ্গ বিধান সভার বিরোধীদলীয় নেতা ও বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী। সড়ক অবরোধ করে সমাবেশ করার কারণে আজ সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রমসহ যাত্রী পারাপারও বন্ধ ছিল। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন অফিসের তত্ত্বাবধায়ক মোল্লা নকিবুল ইসলাম বলেন, আজ সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ভারতের পাশে অবরোধ কর্মসূচি পালন করে বিজেপির পক্ষ থেকে। বেলা তিনটায় আবারও সব স্বাভাবিক হয়েছে। পাঁচ ঘণ্টা ধরে শতাধিক পাসপোর্টধারী যাত্রীকে অপেক্ষা করতে হয়েছে।
ভোমরা স্থলবন্দর সূত্রে জানা যায়, এ বন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে আড়াই শতাধিক পণ্যবাহী ট্রাক প্রবেশ করে। বর্তমানে পাথর, চাল ও পেঁয়াজ বেশি আমদানি হচ্ছে। আর অল্প পরিমাণে রপ্তানি হচ্ছে জুস, কুঁড়ার তেল ও তৈরি পোশাক।