৭০ অনুচ্ছেদ সংস্কার প্রয়োজন আমার ব্যক্তিগত মত: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানছবি: বাসস

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার প্রয়োজন বলে ব্যক্তিগতভাবে মনে করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ‘৭০ অনুচ্ছেদ অরিজিনাল সংবিধান থেকে এসেছে। ফ্লোর ক্রসিং করা যাবে না। সংসদ সদস্যরা স্বাধীন মত প্রয়োগ করতে পারবেন না। ৭০ অনুচ্ছেদের কারণেই কার্যত বাংলাদেশের আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ একক ব্যক্তির নিয়ন্ত্রণে চলে গেছে। অনেকটা ভূমিকা রেখেছে ৭০ অনুচ্ছেদ। এগুলো সংবিধান সংস্কার কমিটি দেখবে।’

নিজ কার্যালয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন। ৭০ অনুচ্ছেদ থাকা উচিত কি না—এমন প্রশ্নে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘আমার ব্যক্তিগত মত, অ্যাটর্নি জেনারেল হিসেবে নয়—৭০ অনুচ্ছেদ সংস্কার প্রয়োজন।’

সংবিধানের ৭০ অনুচ্ছেদে রাজনৈতিক দল থেকে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোট দেওয়ার কারণে আসন শূন্য হওয়ার বিষয়ে বলা হয়েছে।

দ্বিকক্ষবিশিষ্ট সংসদ এবং পরপর দুই মেয়াদের পর আর কেউ যাতে প্রধানমন্ত্রী না হতে পারেন—এমন আলোচনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘আমি মনে করি ভালো উদ্যোগ। ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, তাহলে ক্ষমতা একটা ভারসাম্যের জায়গায় আসতে পারে। মনোপলি না হয়। একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র বা নৈরাজ্যবাদী সরকার প্রতিষ্ঠার যে ধারা, সেটি যাতে ব্যাহত হয়—সেটি ভালো উদ্যোগ হিসেবে দেখছি। তবে এটা পলিসি ডিসিশন, যাঁরা পলিসি মেকার তাঁরা বলবেন। তবে প্রজাতন্ত্রের একজন নাগরিক হিসেবে বলতে পারি—এটি খুব ভালো উদ্যোগ।’

অপর এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, বিপ্লবোত্তর একটি সরকার যদি মনে করে সেই সরকার সংবিধান নতুন করে ঢেলে সাজাবে, সেখানে কাস্টমারি প্র্যাকটিসগুলো আসবে। এটিও সংবিধান সংস্কার কমিটি দেখবে।

সংবিধান, বিচার বিভাগসহ বিভিন্ন বিষয়ে সংস্কারের উদ্যোগ নিশ্চিতভাবেই ভালো ও ইতিবাচক উদ্যোগ বলে মনে করেন রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা।