আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সুলতানকে হত্যার হুমকির অভিযোগ

বি এম সুলতান মাহমুদ
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগ এনে তিনি গত বৃহস্পতিবার রাজধানীর নিউমার্কেট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে বলা হয়েছে, প্রসিকিউটর সুলতান মাহমুদের স্ত্রীর ইমো অ্যাকাউন্টে ১৮ ডিসেম্বর অজ্ঞাত নম্বরের ইমু আইডি থেকে কয়েকবার কল করা হয়। এ সময় তাঁকে (সুলতান মাহমুদ) বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হত্যার হুমকি দেওয়া হয়। এমনকি তাঁকে হাইকোর্টে গিয়ে খুন করার কথা বলা হয়েছে। হুমকিদাতা বলেন, সুলতান মাহমুদের কাছে তাঁর নামে একটি মামলা ছিল। ওই মামলায় তাঁকে জামিন করাতে দেরি হয়েছে।

এই কথার সূত্র ধরে হুমকিদাতাকে চিনতে পেরেছেন বলে জিডিতে উল্লেখ করেছেন প্রসিকিউটর সুলতান মাহমুদ। জিডিতে অভিযুক্ত হুমকিদাতার নামও উল্লেখ করেছেন তিনি। সুলতান মাহমুদ জিডিতে অভিযোগ করেন, অভিযুক্ত হুমকিদাতা একজন কুখ্যাত ডাকাত। তাঁর নামে নড়াইল, যশোর ও ঢাকায় কয়েকটি ডাকাতির মামলা রয়েছে।

আজ শুক্রবার সুলতান মাহমুদ প্রথম আলোকে বলেন, হুমকিদাতার পেছনে অন্য কেউ থাকতে পারে।