আর বসে থাকার সময় নেই: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

বীর মুক্তিযোদ্ধা শ্রমিক কর্মচারী পেশাজীবী সমন্বয় পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ জাতীয় প্রেসক্লাবেছবি: প্রথম আলো

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, কোটা সংস্কারের আন্দোলন এখন স্বাধীনতার বিরোধীদের হাতে চলে গেছে। কাজেই আর বসে থাকার সময় নেই।

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এই কথা বলেন। ‘কোটাবিরোধী আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের ইন্ধনে দেশে নাশকতা, হিংসাত্মক কর্মকাণ্ড এবং স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে’ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বীর মুক্তিযোদ্ধা শ্রমিক–কর্মচারী পেশাজীবী সমন্বয় পরিষদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কোটাবিরোধী আন্দোলনের আড়ালে মুক্তিযুদ্ধের চেতনার মূলে আঘাত প্রতিহত করার লক্ষ্যে আগামীকাল মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, শ্রমিক–কর্মচারী, বুদ্ধিজীবীসহ মুক্তিযুদ্ধের চেতনাধারী জনগণের এক সমাবেশ অনুষ্ঠিত হবে। বেলা তিনটায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বীর মুক্তিযোদ্ধা শ্রমিক–কর্মচারী পেশাজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক সাবেক মন্ত্রী শাজাহান খান।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, কোটা সংস্কারের আন্দোলনের সুতার নাটাই কোটাবিরোধী বা সংস্কারের আন্দোলন যারা করে, তাদের হাতে নেই। যারা স্বাধীনতার বিরোধী, একাত্তরে যারা প্রত্যক্ষভাবে স্বাধীনতার বিরোধিতা করে গেছে, তাদের হাতে গেছে।

‘তুমি কে আমি কে/ রাজাকার, রাজাকার’ বলে যারা স্লোগান দিয়েছে, তারা নিজেরাই তাদের আসল চরিত্র প্রকাশ করেছে বলে মন্তব্য করেন আ ক ম মোজাম্মেল হক।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে, তাঁর নির্দেশে আমরা যারা জীবন বাজি রেখে এই দেশকে স্বাধীন করে দিয়েছি, আমাদের জীবদ্দশায় এত ধৃষ্টতাপূর্ণ কথা বলবে, এটা মেনে নেওয়া যায় না।’

সাবেক মন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী, কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান, শ্রমিকনেতা উসমান আলী।