এবার দায়িত্ব ছাড়লেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই সহ–উপাচার্য
উপাচার্যের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই সহ–উপাচার্যও (একাডেমিক ও প্রশাসনিক) দায়িত্ব ছেড়েছেন। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আচার্য (রাষ্ট্রপতি) বরাবর চিঠি দিয়ে তাঁরা দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন। চিঠিতে সহ–উপাচার্য বেণু কুমার দে (একাডেমিক) পদত্যাগের বিষয়টি উল্লেখ করেন। আর সহ–উপাচার্য (প্রশাসনিক) মো. সেকান্দর চৌধুরী অব্যাহতি চান।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, অধ্যাপক বেণু কুমার দে বছরখানেক আগেই শিক্ষকতা থেকে অবসর নিয়েছেন। তাই দায়িত্ব ছেড়ে দেওয়ায় তাঁর আর শিক্ষকতায় ফিরে যাওয়ার সুযোগ নেই। এ কারণে তিনি পদত্যাগ করেছেন। অন্যদিকে উপাচার্য মো. আবু তাহের ও সহ–উপাচার্য মো. সেকান্দর চৌধুরী এখনো কর্মরত। শিক্ষকতা থেকে অবসর নেননি তাঁরা। এ কারণে তাঁরা দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে নিজ বিভাগে শিক্ষকতায় ফিরে যেতে চেয়েছেন।
জানতে চাইলে মো. সেকান্দর চৌধুরী প্রথম আলোকে বলেন, চলমান পরিস্থিতি বিবেচনায় তিনি অব্যাহতি চেয়েছেন।
পদত্যাগের বিষয়ে জানতে চেয়ে অধ্যাপক বেণু কুমার দের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। পরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ প্রথম আলোকে বলেন, চাকরির মেয়াদ না থাকায় অধ্যাপক বেণু কুমার দে পদত্যাগ করেছেন। এ ছাড়া সব হলের প্রাধ্যক্ষ, প্রক্টরিয়াল বডি ও বিশ্ববিদ্যালয় প্রেসের প্রশাসক পদত্যাগ করেছেন।
গত ৬ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন সহ-উপাচার্য (প্রশাসনিক) পদে নিয়োগ পান ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. সেকান্দর চৌধুরী। তাঁকে এ পদে আগামী চার বছর দায়িত্ব পালন করতে বলা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রশাসনিক পদে সহ-উপাচার্য তিনিই প্রথম। এর আগে কাউকে এ পদে নিয়োগ দেওয়া হয়নি। অন্যদিকে রসায়ন বিভাগের অধ্যাপক বেণু কুমার দে সহ-উপাচার্য পদে নিয়োগ পান ২০২১ সালের ৬ মে। তাঁকেও এই পদে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দাবির মুখে এর আগেই পদত্যাগ করেন তিনি।