এক ডেঙ্গু রোগীর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৭৫

ডেঙ্গুফাইল ছবি: বাসস

দেশে ডেঙ্গুতে গতকাল শনিবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে চলতি সপ্তাহে দুজনসহ চলতি মাসে এ পর্যন্ত চার ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫ জন। এর মধ্যে সর্বোচ্চ ৩৮ জন ভর্তি হয়েছেন ডিএসসিসি এলাকার হাসপাতালগুলোয়। এ ছাড়া ঢাকা উত্তর সিটিতে ১৮, বরিশাল ও খুলনা বিভাগে ৭ জন করে, ময়মনসিংহ বিভাগে ৩ এবং রাজশাহী বিভাগ ও ঢাকার সাভার উপজেলায় ১ জন করে ভর্তি হয়েছেন। এসব রোগীর মধ্যে পাঁচ থেকে কম বছর বয়সী শিশুর সংখ্যা ৯। মোট রোগীর মধ্যে ৪৩ জন পুরুষ ও ৩২ জন নারী।

চলতি বছর এ পর্যন্ত দেশের হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ৪ হাজার ৪৪১। এর মধ্যে চলতি সপ্তাহে ভর্তি হয়েছেন ৫১৯ জন। এ বছর এ পর্যন্ত ৪৮ ডেঙ্গু রোগী মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় ৫৩ জনসহ হাসপাতাল থেকে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ২৭ জন।