সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৮ নভেম্বর, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর।

শেখ হাসিনাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মনে করে ভারত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল
ফাইল ছবি

ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ভারত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে এ কথা বলেছেন।
বিস্তারিত পড়ুন...

সাবেক মন্ত্রী আমু ৬ দিনের রিমান্ডে, আইনজীবীকে মেরে বের করে দেওয়া হলো

আমির হোসেন আমুকে হাজতখানা থেকে আদালতকক্ষে নিয়ে যাচ্ছে পুলিশ
ছবি: আসাদুজ্জামান

রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে ছয় দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত বৃহস্পতিবার এই আদেশ দেন।
বিস্তারিত পড়ুন...

অভ্যুত্থানের তিন মাস পর তরুণ প্রজন্মের মধ্যে কিছু হতাশা-ক্ষোভ দেখতে পাচ্ছি: হাসনাত আবদুল্লাহ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা শহরের তেঁতুলতলায় বুধবার রাতে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের’ সাধারণ সম্পাদক সারজিস আলম
ছবি: প্রথম আলো

অভ্যুত্থানের তিন মাস পর তরুণ প্রজন্মের মধ্যে কিছু হতাশা ও ক্ষোভ দেখতে পাচ্ছেন বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, ‘আমরা পঞ্চগড়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়েছি, তাদের (শিক্ষার্থীদের) সঙ্গে কথা বলেছি এবং তরুণ প্রজন্মের যে চিন্তা এবং ভাষা, সেই ভাষার সঙ্গে সংযোগ ঘটানোর চেষ্টা করেছি। অভ্যুত্থানের তিন মাস পরে এসে আমরা তরুণ প্রজন্মের মধ্যে কিছু হতাশা দেখতে পাচ্ছি, কিছু ক্ষোভ দেখতে পাচ্ছি।’
বিস্তারিত পড়ুন...

হোয়াইট হাউসে ফিরে যে ৭ কাজ করতে চান ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প
ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের মধ্য দিয়ে শেষ পর্যন্ত হোয়াইট হাউসে ফিরছেন ট্রাম্প। জয়ের আগে প্রচারের সময় নানা প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এর মধ্যে ছিল অর্থনীতি, অভিবাসন ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধসংক্রান্ত বিষয়।
বিস্তারিত পড়ুন...

প্রিয় নাজমুল, দেখেন যা ভালো মনে করেন

ওয়ানডে সিরিজের ট্রফির পাশে দাঁড়িয়ে নাজমুল ইতিবাচক পোজ দিলেও গতকাল মাঠে দেখা গেছে ভিন্ন চিত্র
এসিবি

দুনিয়ায় অনেক রকম পতন আছে। তবে মূলধারার পতন সম্ভবত দুই রকম। বিলম্বিত পতন ও দ্রুত পতন। চাইলে বাংলাদেশের সৌজন্যে আরও একটি পতন আবিষ্কার করে নিতে পারেন। আশ্চর্য পতন! এমন পতনের ব্যাখ্যা একটাই। চোখে দেখেও যা বিশ্বাস হয় না! না, মানে বাংলাদেশের ক্রিকেট দেখা থাকলে ‘পতন’ শব্দে মোটেও গাত্রদাহ হওয়ার কথা না। বরং এই দুই যুগের বেশি সময় ধরে পতনে পতনে সয়ে যাওয়ার কথা। আশ্চর্য পতন!
বিস্তারিত পড়ুন...