পরিসংখ্যান ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি এমদাদুল, সম্পাদক আরিফুল

এমদাদুল হক ও আরিফুল ইসলাম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরিসংখ্যান ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিবিএসের পরিচালক এমদাদুল হক। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিবিএসের যুগ্ম পরিচালক আরিফুল ইসলাম।

গত শনিবার রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবন মিলনায়তনে পরিসংখ্যান ক্যাডার অ্যাসোসিয়েশনের সাধারণ নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটাররা সরাসরি ভোটদানের পাশাপাশি অনলাইনেও ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনের মাধ্যমে ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

দুই বছরের জন্য নবনির্বাচিত কমিটির সহসভাপতি পদে আক্তার হোসেন ও সাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন স্বজন হায়দার ও জাহাঙ্গীর আলম।

সাংগঠনিক সম্পাদক পদে নয়ন কান্তি রায়, সহসাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মাহবুব আলম। দপ্তর ও আইনবিষয়ক সম্পাদক হন স্বপন কুমার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইসরাত জাহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন, অর্থ সম্পাদক পদে নির্বাচিত হন তানভীর আহমেদ। এ ছাড়া শিক্ষা, সংস্কৃতি ও গবেষণা সম্পাদক হয়েছেন ইশরাক মুহম্মদ।

নির্বাহী সদস্য পদে নির্বাচিত হন আটজন। তাঁরা হলেন ছরওয়ার কামাল, রেজাউল করিম, আবদুল আলীম, নাজমুল হক, মাহনুমা রহমান, সুরঞ্জিত কুমার ঘোষ, শেখ আনিচুর রহমান ও প্রণব পাল।