বন্দরের নিরাপত্তা জোরদারে বাংলাদেশের সঙ্গে অংশ নিল মার্কিন কোস্টগার্ড

বন্দরের নিরাপত্তা জোরদারে বাংলাদেশের সঙ্গে অংশ নিল মার্কিন কোস্টগার্ড
ছবি: মার্কিন দূতাবাসের সৌজন্যে

বাংলাদেশের বন্দরগুলোর নিরাপত্তা জোরদারে নৌপরিবহন অধিদপ্তরের সঙ্গে মূল্যায়ন কার্যক্রম (কান্ট্রি অ্যাসেসমেন্ট) চালিয়েছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড। ২০ থেকে ২৩ জানুয়ারি দুই পক্ষের মধ্যে এ কার্যক্রম চলে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশে মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। মূল্যায়ন কার্যক্রমে অংশ নেন মার্কিন কোস্টগার্ডের ইন্টারন্যাশনাল পোর্ট সিকিউরিটি (আইপিএস) প্রকল্পের প্রতিনিধিরা। সমুদ্রপথে নৌপরিবহনের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে ২০০৩ সালে এই প্রকল্প চালু করেছিল যুক্তরাষ্ট্র।

প্রতিবেদনে বলা হয়, সমুদ্রপথে নৌপরিবহনব্যবস্থা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক অর্থনীতির মেরুদণ্ড। সমুদ্রপথে নৌপরিবহন নিরাপত্তাকে বড় পরিসরে এগিয়ে নিতে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন এবং সংস্থাটির সদস্য দেশগুলো ‘ইন্টারন্যাশনাল শিপ অ্যান্ড পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিটি (আইএসপিএস)’ কোড তৈরি করেছে। সমুদ্রপথে নৌপরিবহনের নিরাপত্তার জন্য নেওয়া বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একমাত্র নকশা হলো আইএসপিএস।

আইপিএস প্রকল্পের প্রতিনিধিদলের প্রধান লেফটেন্যান্ট কমান্ডার ন্যাগি বলেন, এই মূল্যায়ন কার্যক্রমের (কান্ট্রি অ্যাসেসমেন্ট) সময় বাংলাদেশের নৌপরিবহন অধিদপ্তরের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে কাজ করেছে মার্কিন কোস্টগার্ড। তাদের মধ্যে বন্দর নিরাপত্তাসংক্রান্ত তথ্যের আদান-প্রদান হয়েছে। একই সঙ্গে সেরা চর্চাগুলো নিজেদের মধ্যে বিনিময় করেছে তারা।

নৌপরিবহন অধিদপ্তরের প্রতি ধন্যবাদ জানিয়ে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের এই কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশের আইএসপিএস কোড বাস্তবায়ন সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং নিজ নিজ দেশে বন্দর নিরাপত্তা উন্নত করতে আমাদের সরকারগুলোর মধ্যে এই আলোচনা চালিয়ে নেওয়ার সুযোগ তৈরির জন্য নৌপরিবহন অধিদপ্তরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।’

লেফটেন্যান্ট কমান্ডার ন্যাগি বলেন, এই মূল্যায়ন কার্যক্রম থেকে যেসব তথ্য জানা গেছে, তা দেশের বিভিন্ন বন্দরের নিরাপত্তা জোরদারে ব্যবহার করা হবে। এভাবে বিশ্বজুড়ে সমুদ্রপথে নৌপরিবহনব্যবস্থার নিরাপত্তা বাড়বে। যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, বন্দর নিরাপত্তাবিষয়ক পারস্পারিক এই বিনিময়, উভয় পক্ষের জন্য ব্যাপক লাভজনক হবে।