হাইকোর্টে বিচারকাজ পরিচালনায় ৮ বেঞ্চ গঠিত

হাইকোর্ট ভবনফাইল ছবি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকাজ সীমিত আকারে পরিচালনার জন্য আটটি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টা থেকে গঠিত বেঞ্চগুলোর কার্যক্রম শুরু হচ্ছে। বেঞ্চ গঠন বিষয়ে প্রধান বিচারপতির নির্দেশ-সংবলিত নোটিশ  রোববার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। নোটিশে দেখা যায়, আটটি বেঞ্চের মধ্যে পাঁচটি দ্বৈত এবং তিনটি একক বেঞ্চ গঠন করা হয়েছে।

এর আগে ৪ আগস্ট সুপ্রিম কোর্টের উভয় বিভাগে বিচারকাজ চলে। কোটা সংস্কার দাবি ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে কারফিউ জারির পর সেদিন তিন দিনের (৫, ৬ ও ৭ আগস্ট) সাধারণ ছুটি ঘোষণা করা হয়। সুপ্রিম কোর্ট প্রশাসন ৪ আগস্ট পৃথক বিজ্ঞপ্তি দেয়। বিজ্ঞপ্তির ভাষ্য, দেশের উদ্ভূত পরিস্থিতিতে সান্ধ্য আইন চলাকালে (কারফিউ) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

পরবর্তী সময়ে ৭ আগস্ট রাতে সুপ্রিম কোর্টে প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতির সঙ্গে আলোচনাক্রমে প্রধান বিচারপতি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অধিবেশন (বিচারিক কার্যক্রম) স্থগিত করেছেন।

দেশের ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আপিল বিভাগের পাঁচ বিচারপতি গত শনিবার পদত্যাগ করেন। শনিবার রাতে দেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এই নিয়োগ শপথের তারিখ থেকে কার্যকর হবে। দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রোববার দুপুরে শপথ নেন। বঙ্গভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে আসেন প্রধান বিচারপতি।