৪০ বছর ধরে গ্রাহকের আস্থা ও নির্ভরতায় র‍্যাংগস ইলেকট্রনিকস

সেরা পণ্যের মান ও গ্রাহকসেবায় বিশ্বস্ত নাম র‍্যাংগস ইলেকট্রনিকস। চার দশক ধরে বাংলাদেশের বাজারে আস্থা ও নির্ভরতার সঙ্গে অফিশিয়াল পণ্য ও সেবা নিশ্চিত করে এসেছে ব্র্যান্ডটি। গ্রাহক চাহিদা যেমন থাকে প্রাধান্য, তেমনি অভিজ্ঞতায় নতুনত্ব আনতে ক্রেতাদের জন্য তারা নিশ্চিত করছে নতুন প্রযুক্তিসম্পন্ন টিভি। এরই ধারাবাহিকতায় সিআরটি টিভি থেকে শুরু করে পর্যায়ক্রমে এলসিডি, এলইডি, ওএলইডি এবং মিনি এলইডি টিভি নিয়ে এসেছে র‍্যাংগস ইলেকট্রনিকস।

১৯৮৪ সালে বাংলাদেশে প্রথম অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে সনি পণ্যের বাজারজাত শুরু করে র‌্যাংগস ইলেকট্রনিকস। পরবর্তী সময়ে যুক্ত হয় বিশ্বসেরা এলজি টিভি। এ ছাড়া নিজস্ব র‌্যাংগস ব্র্যান্ডের ফ্রেইমলেস অ্যান্ড্রয়েড স্মার্ট এলইডি টিভির মাধ্যমে ক্রেতাদের নিশ্চিত করেছে বাজেটের মধ্যে সেরা প্রযুক্তির টিভি কেনা।

সেরা মানের অফিশিয়াল পণ্য ও নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা নিয়ে র‍্যাংগসের রয়েছে দেশব্যাপী নিজস্ব ১০০টি শোরুম, ৫৫০টিরও বেশি ডিলার শোরুম, ৭৫টি নিজস্ব ও ১৫০টিরও বেশি মোবাইল সার্ভিস সেন্টার ইউনিট।

রয়েছে ‘গ্রেট এক্সচেঞ্জ অফার’-এ পুরোনো টিভি বদলে নতুন টিভি কেনার সুবিধাসহ নানান উপহারসামগ্রী। আর ‘জিপি স্টার’ গ্রাহকেরা পাচ্ছেন সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট।

২০১৯ সালে কোভিড মহামারিতে লকডাউনে ক্রেতাদের জন্য ইলেকট্রনিকস পণ্যের জরুরি সরবরাহ ও সেবা নিশ্চিত করতে স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানটি চালু করেছিল দেশের প্রথম ইলেকট্রনিকস অনলাইন স্টোর shop.rangs.com.bd।

বাঙালি উৎসবপ্রিয়। তাই ক্রিকেট-ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে বিস্তৃত হয় দেশের টেলিভিশনের বাজার। ২০২২ সালসহ অতীতের সব বিশ্বকাপের সময়ে দেখা গেছে, টেলিভিশন ও হোম এন্টারটেইনমেন্ট পণ্যের চাহিদা উল্লেখযোগ্য হারে বাড়ে। বর্তমানে অন্যান্য প্রযুক্তিপণ্যের মতো টেলিভিশনেও এসেছে নতুন নতুন সংযোজন।

ইন্টারনেটের সহজলভ্যতার কারণে দেশের জনগণ এখন নতুন প্রযুক্তির ব্যবহারকে সহজেই আয়ত্ত করে নিচ্ছে। ফলে বেড়েছে নতুন মডেল ও টেকনোলজির টিভির চাহিদা। সেই ধারাবাহিকতায় ব্যাপক চাহিদা বেড়েছে র‍্যাংগস ইলেকট্রনিকসের সনি ব্র্যান্ডের মিনি এলইডি, ওএলইডি, গুগল টিভি; এলজি ব্র্যান্ডের ওএলইডি, কিউএনইডি, ন্যানোসেল ও ইউইচডি টিভি; র‌্যাংগস ব্র্যান্ডের ফ্রেমলেস ভয়েস কন্ট্রোল অ্যান্ড্রয়েড স্মার্ট টিভির।

বরাবরের মতো আসন্ন ক্রিকেট বিশ্বকাপও বাংলাদেশের মানুষের জন্য নিয়ে আসবে উৎসবমুখর পরিবেশ। এই উৎসবের আনন্দকে ভিন্নমাত্রা দিতে নিজেদের সেবার মানকে আরেক ধাপ এগিয়ে নিয়েছে র‍্যাংগস ইলেকট্রনিক্সে। সব ধরনের ক্রেতার কথা ভেবে ২৪ থেকে ১০০ ইঞ্চি পর্যন্ত বিভিন্ন সাইজ ও দামের পণ্য রয়েছে র‍্যাংগস ইলেকট্রনিকসে। পণ্যের প্রযুক্তি ও ব্র্যান্ডের ভিন্নতায় দাম শুরু হয়েছে ১০ হাজর টাকা থেকে। দাম বা প্রযুক্তির ভিন্নতা থাকলেও গুণগত মানসম্পন্ন টেলিভিশন যেন ক্রেতারা কিনতে পারেন—এটাই র‍্যাংগস ইলেকট্রনিকসের মূল প্রচেষ্টা।

র‍্যাংগস ইলেকট্রনিকসের পণ্যে রয়েছে প্যানেল, পার্টস ও সার্ভিস ওয়ারেন্টি। যাতে পণ্যের মানের ওপর ক্রেতারা সব সময়ের মতোই আস্থা ও নির্ভরতা রাখতে পারেন। রয়েছে আইপিডিসির মাধ্যমে সহজ কিস্তি ও ব্যাংকের ক্রেডিট কার্ডে ৩৬ মাসের ইএমআই সুবিধায় পণ্য কেনার সুযোগ। এ ছাড়া রয়েছে ‘গ্রেট এক্সচেঞ্জ অফার’-এ পুরোনো টিভি বদলে নতুন টিভি কেনার সুবিধাসহ নানান উপহারসামগ্রী। আর ‘জিপি স্টার’ গ্রাহকেরা পাচ্ছেন সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট।

চার দশক ধরে যে আস্থা নিয়ে ক্রেতারা সঙ্গে রয়েছেন, সেই আস্থা ও নির্ভরতার প্রতি সম্মান রেখে ভবিষ্যতেও অফিশিয়াল পণ্য ও সেরা সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর র‍্যাংগস ইলেকট্রনিকস।