সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৮ জুন, বুধবার। গতকাল মঙ্গলবার হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার
ছবি: মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট থেকে নেওয়া

সেন্ট মার্টিন নিয়ে যুক্তরাষ্ট্র কখনো কোনো আলোচনা করেনি: মার্কিন পররাষ্ট্র দপ্তর

সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে বাংলাদেশে যা বলা হয়েছে, তা সঠিক নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। তিনি বলেছেন, সেন্ট মার্টিন দ্বীপ নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র কখনো কোনো আলোচনা করেনি।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে গত সোমবার এক প্রশ্নের জবাবে মুখপাত্র মিলার এ কথা বলেন।
বিস্তারিত পড়ুন

৫% প্রণোদনায় ব্যয় বছরে প্রায় ৪ হাজার কোটি টাকা

প্রতীকী ছবি

সরকারি কর্মচারীদের বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) হয় অর্থবছরের শুরু, অর্থাৎ ১ জুলাই থেকে। তবে এ বছরের জুলাই মাসে তাঁদের জন্য থাকছে বিশেষ সুখবর। ২০১৫ সালে ঘোষিত বেতনকাঠামো অনুযায়ী প্রতিবছর ৫ শতাংশ হারে যে বেতন বাড়ে, এবার তার সঙ্গে আরও মূল বেতনের ৫ শতাংশ প্রণোদনা যোগ হবে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, তাদের প্রাথমিক হিসাব অনুযায়ী প্রণোদনা দিতে রাষ্ট্রীয় কোষাগার থেকে বাড়তি ব্যয় হবে প্রায় চার হাজার কোটি টাকা। উল্লেখ্য, বর্তমানে সরকারি চাকরিজীবীর সংখ্যা ১৩ লাখ ৯৬ হাজার ৮১৮।
বিস্তারিত পড়ুন

ভাগনারপ্রধান এখন বেলারুশে

ভাগনারপ্রধান ইয়েভজেনি প্রিগোশিন
ফাইল ছবি: রয়টার্স

ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোশিন বেলারুশে পৌঁছেছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আলেকসান্দার লুকাশেঙ্কো। আজ মঙ্গলবার লুকাশেঙ্কোর উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে বেলারুশের সরকারি গণমাধ্যম।
বিস্তারিত পড়ুন

মোদিকে প্রশ্ন করায় সাবরিনাকে আক্রমণ, নিন্দায় হোয়াইট হাউস

ভারতীয় ক্রিকেট দলের পোশাকে সাংবাদিক সাবরিনা সিদ্দিকি
ছবি: টুইটার থেকে নেওয়া

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন করার জন্য মার্কিন সাংবাদিককে হেনস্তার কড়া নিন্দা করল যুক্তরাষ্ট্র সরকার। গত সোমবার হোয়াইট হাউস দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেয়, সামাজিক মাধ্যমে যেভাবে সাংবাদিক সাবরিনা সিদ্দিকিকে আক্রমণ করা হচ্ছে, তা একেবারেই গ্রহণযোগ্য নয় এবং ওই আচরণ গণতান্ত্রিক নীতিবিরোধী।
বিস্তারিত পড়ুন

কিনতে গিয়ে গরুর বয়স, ওজন, দাম যেভাবে বুঝবেন

দৈর্ঘ্য ও বুকের বেড় মাপ করে সহজেই গরু-মহিষের ওজন নির্ণয় করা যায়
ছবি: সংগৃহীত

সারা বছর বাজার থেকে গরুর মাংস কেনা হয়। শহুরে মানুষের গবাদিপশুর সঙ্গে সরাসরি দেখা হয় বছরের এই একটা সময়ে—পবিত্র ঈদুল আজহায়। গরু কেনা বা রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতাশূন্য মানুষগুলো এই সময়ে পশু কিনতে গিয়ে যেন ‘অগাধ জলে খাবি খান’। কোরবানির পশু, বিশেষত গরু নিয়ে অনভিজ্ঞদের মনে জাগে নানা প্রশ্ন।
বিস্তারিত পড়ুন