নৌযান শ্রমিকদের ধর্মঘট স্থগিত

ধর্মঘটের অংশ হিসেবে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ভৈরব নদে শনিবার বেলা দুইটার দিকে নোঙর করে রাখা হয় বেশ কয়েকটি লাইটার জাহাজ। বন্ধ থাকে এসব জাহাজ থেকে পণ্য খালাসছবি: মাসুদ আলম

চাঁদপুরে এমভি আল-বাখেরা জাহাজের সাত শ্রমিক হত্যার বিচার, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন, নৌপথে নিরাপত্তাসহ বিভিন্ন দাবিতে নৌশ্রমিকদের ডাকা ধর্মঘট স্থগিত করা হয়েছে। গতকাল শনিবার রাত নয়টার দিকে ধর্মঘট স্থগিত করার কথা জানান বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন সভাপতি মো. শাহ আলম।

এর আগে গতকাল সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নৌপরিবহন অধিদপ্তরে নৌযান শ্রমিক ফেডারেশনের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ মাকসুদ আলম। বৈঠক শেষে রাত নয়টার দিকে ফেডারেশন সভাপতি শাহ আলম ধর্মঘট স্থগিতের কথা জানান। তিনি বলেন, বৈঠকে দাবি পূরণ করার আশ্বাস দেওয়া হলে তাঁরা কর্মবিরতি স্থগিত করেন।

গত সোমবার চাঁদপুরের মাঝেরচরে মেঘনা নদীতে নোঙর করে রাখা জাহাজ এমভি আল–বাখেরা থেকে পাঁচ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। রক্তাক্ত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। এর প্রতিবাদে বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিট থেকে অর্নিদিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন নদীপথে পণ্য পরিবহনে নিয়োজিত জাহাজের শ্রমিকেরা।

শ্রমিকদের বিক্ষোভ–সমাবেশ

নৌযান শ্রমিকদের ডাকা ধর্মঘটে গতকাল দ্বিতীয় দিনের মতো দেশের নদীবন্দরগুলো ছিল অচল। কোনো বন্দর থেকে জাহাজ চলাচল করতে দেখা যায়নি। জাহাজ থেকে পণ্য খালাসও ছিল বন্ধ।

গতকাল রাতে কর্মবিরতি স্থগিত করার ঘোষণার আগপর্যন্ত নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও মেঘনা নদীতে লাইটার জাহাজ চলাচল বন্ধ ছিল। জাহাজগুলো নোঙর করে রাখা ছিল নদীর বিভিন্ন স্থানে। গতকাল সকালে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের নেতা-কর্মী ও নৌযান শ্রমিকেরা।

বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সবুজ শিকদার বলেন, ‘আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্‌ঘাটন ও এর সঙ্গে অন্য কারা জড়িত ছিল, সেটা বের করতে সঠিক তদন্ত দাবি করছি। সারা দেশে হাজার হাজার পণ্যবাহী নৌযান ও কয়েক লাখ শ্রমিকদের নিরাপত্তা দাবি করছি।’

গতকাল বিকেলে চাঁদপুর প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন নৌযান শ্রমিকেরা। শ্রমিকদের কর্মবিরতির কারণে গতকালও চাঁদপুরের ঘাটগুলোয় ভেড়েনি পণ্যবাহী জাহাজ।

শ্রমিকদের কর্মবিরতির কারণে গতকাল যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ভৈরব নদের ঘাটে চার শতাধিক পণ্যবোঝাই নৌযান অলস পড়ে থাকতে দেখা যায়। বন্ধ ছিল নৌযান চলাচলও।

[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন প্রতিনিধি, নারায়ণগঞ্জ, চাঁদপুর ও যশোর]