দারাজ ফ্যাশন উইক কনটেস্ট: নিজের লুক পোস্ট করে জিতে নিন আকর্ষণীয় গিফট ভাউচার
‘ফ্যাশন’ শব্দটির মানে এখন শুধু জামাকাপড়েই সীমাবদ্ধ নয়, পোশাকের বাইরে আনুষঙ্গিক অনেক কিছু, যেমন জুতা, গয়না, ব্যাগ বা পছন্দের ঘড়ি—সবই হওয়া চাই ট্রেন্ডি এবং মনের মতো। ফ্যাশনের এই ভিন্নতা, সেই সঙ্গে ব্যাপকতা—সবকিছুকে প্রাধান্য দিয়ে শুরু হয়েছে ‘দারাজ ফ্যাশন উইক ২০২৩’, চলবে ২৪ আগস্ট পর্যন্ত।
আপনার নিজের লুক পোস্ট করে জিতে নিন দারাজ ফ্যাশনের আকর্ষণীয় গিফট ভাউচার। প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলি—
দারাজ থেকে কেনা যেকোনো ফ্যাশন প্রোডাক্ট ব্যবহার করে লুক ক্রিয়েট করুন।
ক্যাপশনে #shoblookdarazfashione #darazfashionweek2023 লিখে পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলের প্রাইভেসি সেটিং পাবলিক রেখে পোস্ট করুন।
পোস্টকৃত ছবি অবশ্যই স্পষ্ট ও পরিষ্কার হতে হবে। সেলফি ও মিরর পিকচার গ্রহণযোগ্য হবে না।
ছবি পোস্ট করে আমাদের কনটেস্ট পোস্টে Done লিখে কমেন্ট করুন।
সর্বোচ্চ রিঅ্যাক্ট পাওয়া পোস্টগুলোর মধ্যে থেকে ৫ জন অংশগ্রহণকারীকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হবে।
বিজয়ীদের নাম জানিয়ে দেওয়া হবে দারাজের ফেসবুক গ্রুপ ‘দারাজ ফ্যান ক্লাব (Daraz Fan Club)’-এর মাধ্যমে।
কোনো ভুল হ্যাশট্যাগ ও ফেইক প্রোফাইল থেকে রিঅ্যাক্ট গ্রহণযোগ্য হবে না এবং অংশগ্রহণকারীদের অবশ্যই সব শর্ত মেনে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে।
প্রতিযোগিতা চলবে ৩১ আগস্ট ২০২৩ পর্যন্ত।
দারাজ কর্তৃপক্ষ চাইলে প্রতিযোগিতাটি যেকোনো সময় বন্ধ বা বাতিল করতে পারবে।
প্রতিযোগিতায় অংশ নিতে ক্লিক করুন। আর নিজেকে বিজয়ী হিসেবে দেখতে এবং আকর্ষণীয় দারাজ ভাউচার জিতে নিতে চোখ রাখুন দারাজের ফেসবুক গ্রুপে।
উল্লেখ্য, দারাজ ফ্যাশন উইক সেল ২০২৩-এ থাকছে আড়াই শতাধিক শীর্ষস্থানীয় ব্র্যান্ডস, ৪২ লাখ পণ্য এবং ১৪ দিনের সহজ রিটার্ন। ডে লুক, নাইট লুক, সামার লুক, অফিস লুক বা ট্রিপ লুক—আপনার ব্যক্তিত্ব আর পছন্দ যেমনই হোক, সবকিছু একসঙ্গে একই প্ল্যাটফর্মে পাবেন শুধু দারাজ ফ্যাশনে দারাজ অ্যাপ থেকে।